BRAKING NEWS

ডোকা লার উত্তেজনা কমাতে দিল্লি-বেজিং সদর্থক আলোচনা জরুরি : অশোক কে কান্ঠা

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.) : ডোকা লার উত্তেজনা কমাতে দিল্লি-বেজিং সদর্থক আলোচনা জরুরি | সিকিম সীমান্তে বেড়ে চলা উত্তেজনা নিয়ে  উদ্বেগ প্রকাশ করে শুক্রবার একথা বলেন চিনে ভারতের  প্রাক্তন রাষ্ট্রদূত অশোক কে কান্ঠা | তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে অবিলম্বে চিনকে উত্তপ্ত বাক্য বিনিময় বন্ধ করতে হবে| সমস্যা সমাধানে দ্বিপাধিক অর্থপূর্ণ আলোচনার উপরই জোর দিয়েছেন কান্ঠা| তিনি বলেছেন, চিন যে পথ নিয়েছে তা ভূটান এবং ভারত, দুই দেশের পক্ষেই সমস্যা সৃষ্টি করছে| তিন দেশের সীমান্ত নিয়ে ভূটানের সঙ্গে চিনের এবং ভারতের সঙ্গে চিনের যে বিরোধ তৈরি হয়েছে তা শুধু শান্তিপূর্ণ আলোচনাতেই মেটানো সম্ভব বলেই মনে করেন কান্ঠা|  প্রাক্তন রাষ্ট্রদূতের আরও আশা, চিন ভূটানের আবেদন শুনে, ভারতকে সেনা সরানোর উপর চাপ না দিয়ে আলোচনায় বসবে|

আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধান হোক চায় ভারতও| এ বিষয়ে বৃহস্পতিবারই সংসদে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ  বলেন, আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব| তবে তার জন্য সমাধানের সদিচ্ছা লাগে | চিনা সরকারের হাবভাব দেখে মনে হচ্ছে তারা সমাধানের চেয়ে যুদ্ধে বেশি উত্সাহী | এবিষয়ে চিনকে কড়া বার্তা দিয়ে বিদেশমন্ত্রী বলেন, ভারতকে যেন দুর্বল না ভাবে চিন|  আমরা দুর্বল নই | কারাও হুমকিতে ভয় পাই না| চিন যদি মনে করে ভারতে হুমকি দিয়ে ভয় দেখানো যাবে তা হলে তারা ভুল করছে| ডোকা লা ইসু্যতে বিশ্ব যে ভারতের পাশে আছে তাও মনে করিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী|

এদিকে,  চলতি উত্তেজনার মধ্যেই আগামী সপ্তাহে বেজিং সফরে যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল| ২৬ জুলাই বেজিং-এর ব্রিকস সম্মেলনে যোগ দেবে ভারত-চিন সীমান্ত আলোচনায় ভারতের বিশেষ দূত ডোভাল| তাঁর সফরের সময় ডোকা লা নিয়ে বিশেষ আলোচনা হতে পারে | কারণ চিনের স্টেট কাউন্সিলর ইয়াং জিচুহ এবিষয়ে ইতিমধ্যে বৈঠকের আহ্বান করেছেন| উল্লেখ জিচুহ  সে দেশের সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার জন্য বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত| এখন দেখার ডোভালের বেজিং সফরে এবিষয়ে দুদেশের সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার পথ প্রস্তুত হয় কিনা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *