BRAKING NEWS

এবার বন্ধ হল তেজ প্রতাপের মালিকানাধীন পেট্রোল পাম্প, আরও বিপাকে লালুরা

পটনা, ২১ জুলাই (হি.স.) : বিহারের স্বাস্থ্যমন্ত্রী তথা লালুর বড় ছেলে তেজ  প্রতাপের মালিকানাধীন একটি পেট্রোল পাম্প বন্ধ করে দিল রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত পেেট্রালিয়াম | বৃহস্পতিবার রাতে তেজের পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হল| পেট্রোল পাম্প বরাদ্দ মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগের ভিিত্ততেই রাষ্ট্রায়ত্ত সংস্থাটি এই পদক্ষেপ নিয়েছে| যার জেরে বিহার আরজেডি  প্রধান লালুপ্রসাদ যাদবের পরিবারের সংকট আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে|

উল্লেখ্য, বিহারের বিজেপি নেতা সুশীল মোদী সাংবাদিক বৈঠকে বিহারের স্বাস্থ্যমন্ত্রী তেজ প্রতাপকেও বেআইনিভাবে পেেট্রাল পাম্প বরাদ্দের অভিযোগ করেছিলেন| মোদী অভিযোগ করেছিলেন যে, লারা অটোমোবাইলস নামে কোম্পানিকে বেআইনিভাবে ওই পেট্রোল পাম্প বরাদ্দ করা হয়েছিল| লালু ও তাঁর স্ত্রী রাবড়ি দেবীর নামে আদ্যাক্ষর মিলিয়ে কোম্পানির নামকরণ করা হয়েছে| এরপরই গতকাল রাত একটা নাগাদ ভারত পেট্রোলিয়ামের আধিকারিকরা চুক্তি খারিজপত্র নিয়ে গিয়ে তেজের ওই পাম্প বন্ধ করে দেন|

উল্লেখ্য, লালুর ছোট ছেলের বিরুদ্ধে জমি বরাদ্দের ঘটনায় আর্থিক লেনদেনের ঘটনায় সিবিআই তদন্ত করছে| এই মামলায় লালু ও তেজের বিভিন্ন বাড়িতে হানা দিয়েছে সিবিআই| এই ঘটনায় বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বীর পদ টলমল| এই পরিস্থিতিতে তেজস্বীর নামে থাকা জমিতে তেজের নামে  থাকা পেট্রোল পাম্প টি বন্ধ করল ভারত পেট্রোলিয়াম | নিয়ম অনুযায়ী, যার নামে জমি তার নামেই পেট্রোল পাম্প বরাদ্দ হবে| তেজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে লালুর পরিবারের সংকট আরও বাড়াল|-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *