নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১৯ জুলাই৷৷ বুধবার বিকেলে বন্ধের দিনে আনন্দ করতে এসে প্রাণ হারালেন এক যুবক কমলাসাগরে৷ ঘটনা সূত্রে জানা যায় কমলাসাগরে দশ বন্ধু মিলে বাইক নিয়ে কমলাসাগরে আনন্দ উপভোগ করতে আসে৷ দশ মিলে কমলাসাগরে বেপক পরিমানে মদ্য পান করে এবং কমলাসাগরে একটা উশৃঙ্খলা পরিবেশের সৃষ্টি করে৷ পরে কমলাসাগর দীঘিতে স্নান করতে নামে এবং দীঘির জলে নেমে অনেকই উল্লাস করে৷ দীঘির এক পার থেকে অন্য পারে যাওয়া আসা করে৷ মদ্যমত্ত অবস্থায় কৃষান দত্ত (২৪) নামে এক যুবক দীঘির মাঝ খানে গিয়ে আর ফিরে আসতে পারেনা৷ তখন সে জলে ডুবতে থাকে৷ যুবকটির বাড়ি আগরতলার হাপানিয়ার দাস পাড়াতে৷ তখন সঙ্গে সঙ্গে কমলাসাগরে স্থানীয় লোকেরা ও যুবকটিকে দীঘি থেকে উদ্ধার করে নিয়ে আসে৷ তাকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে হাপানিয়া হাসপাতলে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতাল থেকে তাকে মৃত বলে ঘোষণা করা হয়৷ ছুটির দিন গুলিতে কমলাসাগরে চলছে শুধু মদের আসর৷ মদ খেয়ে কমলাসাগরে যুবকেরা উশৃঙ্খলতা করছে৷ বিভিন্ন ভাষায় গালি গালাজ করে এতে কমলাসাগরের স্থানীয় লোকেরা বাধা দিতে গেলে তাদের হুমকি দেওয়া হয়৷ যদিও কমলাসাগরের কিছু ব্যাবসায়ীদের ব্যাবসা ভাল হচ্ছে৷ অন্যদিকে কমলাসাগরে তীর্থ স্থানকে দর্শন করতে এসে দর্শনাথীরা অসন্তুষ্ট হতে হচ্ছে৷ কিছু দিন আগে ও কমলাসাগরে দীঘির ঘাটে কিছু যুবকরা মদমত্ত অবস্থায় বিশ্রি ভাষা ব্যবহার করছে৷ মা বোনেরা সেই দীঘির ঘাটে আসতে পারছেনা৷ এই বিষয়গুলি নিয়ে কমলাসাগরে মন্দির পরিচালকরা কোনো রকম ভূমিকা নেয় নাই৷ থানা ও প্রশাসনের কোনো রকম ভূমিকা গ্রহণ করছেনা৷ এলাকার জনগন সেই বিষয় গুলি নিয়ে অনেকবার থানায় জানিয়েছে৷ এলাকার জনগন আরো জানান যে মদমত্ত অবস্থায় প্রচন্ড গতি বেগে বাইক চালিয়ে যাচ্ছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে৷ সেগুলি কোনো রকম ব্যাবস্থা করছে না থানা পুলিশেরা৷ ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷
2017-07-20

