BRAKING NEWS

ফের পিছিয়ে গেছে রাকেশ পালদের জামিন আবেদনে শুনানি

নয়াদিল্লি, ২০ জুলাই, (হি.স.) : ফের পিছিয়ে গেছে রাকেশ পাল-সহ চার অভিযুক্তের জামিন আবেদনের শুনানি। আসাম পাবলিক সার্ভিস কমিশনকে (এপিএসসি) চাকরির নিলাম কেন্দ্রে পরিণত করার অভিযোগে গ্রেফতার চার অভিযুক্তের জামিন আবেদনের ওপর আজ বৃহস্পতিবার শুনানির কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সেই শুনানি ২৫ জুলাই পর্যন্ত পিছিয়ে দিয়েছে বিচারপতি মদন লকুরের নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ।

গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে তাঁদের জামিন আবেদনের ওপর শুনানির কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সেদিনও শুনানি ১৯ জুলাই পর্যন্ত স্থগিত করে পরবর্তী শুনানি ২০ জুলাই হবে বলে জানিয়েছিলেন বিচারপতি মদন লকুরের নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ। সে অনুসারে আজ শুনানির কথা ছিল। কিন্তু এদিনও শুনানির দিন পিছিয়ে দিয়েছেন বিচারপতি।

এখানে উল্লেখ করা যেতে পারে, মোটা অঙ্কের বিনিময়ে আসাম পাবলিক সার্ভিস কমিশনকে চাকরির নিলাম কেন্দ্রে পরিণত সংক্রান্ত বিশাল কেলেংকারির দায়ে তদানীন্তন চেয়ারম্যান রাকেশ পাল-সহ সদস্য ড. সামেদুর রহমান, তাঁর সরকারি দেহরক্ষী মাবুদ আলি চৌধুরী, আরেক সদস্য বসন্তকুমার দলে, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পবিত্র কৈবর্ত, ডিব্রুগড়ের শহর উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের জনৈক অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার নবকান্ত পাটির-সহ তিন পদস্থ সরকারি অফিসারকে গ্রেফতার করা হয়েছিল। তাঁরা এখনও কারাবন্দি। গোটা কেলেংকারি সংঘটিত হয়েছিল বিগত কংগ্রেস আমলে।

সুপ্রিম কোর্টে জামিন আবেদন করেছিলেন তদানীন্তন চেয়ারম্যান রাকেশ পাল, দুই সদস্য ড. সামেদুর রহমান ও বসন্তকুমার দলে এবং ডিব্রুগড়ের শহর উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার নবকান্ত পাতির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *