BRAKING NEWS

উত্তর-পূর্ব জাপানে মৃদু ভূকম্পন, কম্পাঙ্ক ৫.৬

টোকিও, ২০ জুলাই (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব জাপানের বিস্তীর্ণ অঞ্চল ও ফুকুশিমা প্রিফেকচার| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৬| ভূকম্পনের জেরে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| তাছাড় জারি করা হয়নি সুনামি সতর্কতা-ও| জাপানের মেট্রোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৯.১১ মিনিট নাগাদ ৫.৬ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় উত্তর-পূর্ব জাপানের বিস্তীর্ণ অঞ্চলে| কম্পনের টের পাওয়া গিয়েছে ফুকুশিমা প্রিফেকচারেও| ভূমিকম্পের উত্সস্থল ছিল ফুকুশিমা উপকূলে, সমুদ্রপৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে| মৃদু তীব্রতার ভূকম্পন অনুভূত হয়েছে পূর্ব জাপানে-ও, এমনকি রাজধানী টোকিও-তেও কম্পনের টের পাওয়া যায়|

ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| জারি করা হয়নি সুনামি সতর্কতা| ফুকুশিমা পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট, টোকিও ইলেকট্রিক পাওয়ার (টিইপিসিও)-এর মালিক জানিয়েছেন, ভূমিকম্পের ফলে কোনওরকম অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *