BRAKING NEWS

খাগড়াগড় কাণ্ডে মূল অভিযুক্তকে জেরা করেনি ভারতীয় গোয়েন্দারা, দাবি ঢাকা পুলিশের

ঢাকা, ১৯ জুলাই (হি.স.) : বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত সোহেল মাহফুজ ওরফে হাতকাটা নাসিরুল্লাকে জেরা করেননি ভারতীয় গোয়েন্দারা| এমনই জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া|  সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ভারতীয় গোয়েন্দারা সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদ করেননি| তবে বাংলাদেশের গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে সোহেল হোলি আর্টিজান হামলায় জড়িত ছিল বলে তথ্য দিয়েছে|

ভারতের বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ নিয়ে সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল কলকাতা পুলিশের স্পেশাল টাক্সফোর্স (এসটিএফ) ও ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনআইএ) কর্মকর্তাদের| ২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ ও ২০১৬ সালের ঢাকার গুলশন হামলায় জড়িত হাতকাটা নাসিরুল্লা গত ৭ জুলাই রাজশাহীর শিবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়| মোস্ট ওয়ান্টেড হাতকাটা নাসিরুল্লাকে একসময় জামাত উল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-র ভারতীয় শাখার প্রধান ছিলন নাসিরুল্লা| পরে নব্য জেএমবির মিলিটারি শাখার প্রধান হয়| তার নেতৃত্বে পশ্চিমবঙ্গে ঘাঁটি তৈরি করে বাংলাদেশের সরকার উখাতের ষড়যন্ত্র করা হয়েছিল বলে অভিযোগ উঠে আসে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *