BRAKING NEWS

মনোনয়ন পত্র জমা দিলেন বিরোধীদের উপ-রাষ্ট্রপতি প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী, নির্বাচন ৫ আগস্ট

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): বিরোধীদের পছন্দের উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী| চলতি মাসের ১১ তারিখ গোপালকৃষ্ণ গান্ধীকে উপ-রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে ঘোষণা করেন বিরোধীরা| কংগ্রেস-তৃণমূল কংগ্রেস ও জেডিইউ-সহ ১৮টি দল তাঁকে সমর্থণ জানিয়েছে| তা সত্ত্বেও রাজনৈতিক মহলের ধারনা, আগামী ৫ আগস্টের উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধীকে অনায়াসেই পরাজিত করতে চলেছেন এনডিএ-র পদপ্রার্থী বেঙ্কাইয়া নাইডু| কারণ, উপ-রাষ্ট্রপতি নির্বাচনে কেবলমাত্র সাংসদরাই ভোট দেন| আর লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে বিজেপি তথা এনডিএ-র নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে|
মঙ্গলবার, ১৮ জুলাই উপ-রাষ্ট্রপতি পদে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন| এদিন শীর্ষ কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে সংসদ কমপ্লেক্সে উপ-রাষ্ট্রপতি পদে মনোনয়ন পত্র জমা দেন গোপালকৃষ্ণ গান্ধী| উপস্থিত ছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, গুলাম নবি আজাদ, মল্লিকার্জুন খাড়গে, জেডিইউ-র শরদ যাদব, সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, ন্যাশনাল কনফারেন্স-এর ফারুক আবদুল্লা, ডিএমকে-র কানিমোঝি প্রমুখরা| উল্লেখ্য, এদিনই উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন সদ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু|
পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী ১৯৪৫ সালের ২২ এপ্রিল জন্মগ্রহণ করেন| ১৯৬৮ সাল থেকে ১৯৯২ সাল পর‌্যন্ত আইএএস অফিসার হিসেবে দায়িত্ব সামলেছেন গোপালকৃষ্ণ গান্ধী| তিনি প্রখ্যাত লেখন রাজমোহন গান্ধীর ভাই| এছাড়াও লেসোথো-তে ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব সামলেছেন গোপালকৃষ্ণ গান্ধী| উপ-রাষ্ট্রপতি পদের নির্বাচন হবে আগামী ৫ আগস্ট| ফল ঘোষণা হবে ওই একই দিনে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *