BRAKING NEWS

প্রাথমিকে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

দুর্গাপুর, ১৬ জুলাই (হি.স.) : প্রাথমিকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক। প্রতারণার স্বীকার এক যুবকের হৈচৈ-এর জেরে রবিবার তাঁকে আটক করেছে দুর্গাপুর থানার পুলিশ।প্রাথমিকে চাকরি দেওয়ার নামে তিনি দেড় থেকে দুই লাখ টাকা করে নিতেন বলে অভিযোগ । ধৃত ওই অবসরপ্রাপ্ত শিক্ষকের নাম অনিল চট্টোপাধ্যায়।

জানা গেছে, দুর্গাপুরের ইস্পাত নগরির বি-জ়োন ভারতী রোডের ডিএসপি-র একটি  আবাসনে বহুদিন ধরে বসবাস করেন অনিল চট্টোপাধ্যায়। তিনি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। অভিযোগ, প্রাথমিকে শিক্ষকতার চাকরি দেওয়ার নামে অনেকের কাছ থেকে দেড় থেকে দুই লাখ টাকা করে নিয়েছেন। গুসকরার বাসিন্দা তন্ময় সরকার আজ সকালে অনিলবাবুর বাড়ির সামনে এসে চিৎকার শুরু করেন। তখন বহু মানুষ এসে সেখানে জমায়েত করে। এর পরই খবর পেয়ে ঘটনাস্থানে আসে দুর্গাপুর থানার পুলিশ। অবসরপপ্রাপ্ত অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তন্ময়ের অভিযোগ, “আমাকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের চাকরি করে দেবেন বলে দেড় লাখ টাকা নিয়েছেন অনিলবাবু। অনেক কাগজপত্র দিয়েছেন। যেগুলো জাল কাগজ বলে আমি জানতে পেরেছি। আমার স্ত্রীর গয়না বিক্রি করে টাকা দিয়েছি। আমার মত বহু বেকার যুবকের সঙ্গে এই লোকটি প্রতারণা করেছে। আজ আমি টাকা ফেরত চাইতে এসেছি।”

অভিযুক্তের স্ত্রী মিনা চট্টোপাধ্যায়ের সাফাই, “২ জনকে চাকরি করে দেওয়ার কথা বলেছিলেন।”

অনিলবাবু কত জনের কাছ থেকে কত টাকা নিয়েছেন জানার চেষ্টা করছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই শিক্ষক যে আবাসনে আছেন সেটিও তিনি বৈধ ভাবে ডিএসপি-র কাছ থেকে পেয়েছেন কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *