BRAKING NEWS

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জের, আগামী ২৪ ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১২ জুলাই (হি.স.): বৃষ্টি থেকে আপাতত রেহাই নেই শহরবাসীর| নিম্নচাপ অক্ষরেখার পাশাপাশি বঙ্গোপসাগরে ঘূণাবর্তের জেরে আগামী ২৪ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে| সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা| এরপর মঙ্গলবার রাতেও কলকাতা ও জেলায় বৃষ্টিপাত হয়েছে| উত্তর প্রদেশে নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত বিদ্যমান, তার উপর দিয়েই যাচ্ছে নিম্নচাপ অক্ষরেখা| এর ফলেই ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে|
টানা বৃষ্টিতে জলমগ্ন বারাসত পৌরসভার বেশ কিছু এলাকা| স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা| জমা জল পেরিয়েই কর্মস্থলে যেতে হচ্ছে| ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, পৌর প্রতিনিধিদের বলা হলেও নিকাশি ব্যবস্থার কোনও উন্নতি হয়নি| তাই অল্প বৃষ্টিতেই প্রতিবছর জলমগ্ন হয়ে পড়ে পৌর এলাকা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *