BRAKING NEWS

জাটিঙ্গা-লামডিং সড়কপথে ধস, আটকে পড়ছে শতাধিক যাত্রী ও পণ্যবাহী গাড়ি

হাফলং (অসম), ১২ জুলাই, (হি.স.) : পাহাড়ে ধস পড়ায় জাটিঙ্গা-লামডিং সড়কপথ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। জাটিঙ্গা-মাহুরের মধ্যবর্তী মহাসড়কের জাটিঙ্গা এবং এন লেইকুলের কাছে ধস কবলিত রাস্তার দু পাশে কয়েকশো যাত্রীবাহী বাস, ছোট-বড় গাড়ি, ট্রাক আটকে পড়েছে। যার দরুন যাত্রীরা প্রচণ্ড দুর্ভোগের মুখে পড়েছেন। তবে সন্ধ্যার মধ্যেই ধসের মাটি সরিয়ে জাটিঙ্গা-লামডিং সড়কপথে যানবাহন চলাচল সচল করার চেষ্টা করা হচ্ছে বলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে।
ডিমা হাসাও জেলায় গত দশ-বারো দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। এতে জাটিঙ্গা ও মাহুরের মধ্যে এন লেইকুল এবং লেইকুলের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। প্রতিদিনই এন লেইকুলে ধস নেমে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এদিকে, গত রাতের বৃষ্টিতে জাটিঙ্গা ও লামডিংয়ের মধ্যে জাটিঙ্গা টপ ডাউন ও এন লেইকুলে পাহাড়ে ধস নামায় রাস্তা বন্ধ হয়ে পড়েছে। বিশেষ করে ধস-বিধ্বস্ত এন লেইকুলের অবস্থা শোচনীয়। সেখানে পাহাড় থেকে মাটি-পাথর ও গাছপালা নেমে এসে রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। তবে জাটিঙ্গা থেকে ইনরিম বাংলো পর্যন্ত মহাসড়কের কাজে যুক্ত এনকেসি নির্মাণ সংস্থা ধস সরানোর কাজে হাত দিয়েছে। ওই সড়কপথ সচল করে তোলার জন্য ধস সরানোর কাজ চলছে তীব্র গতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *