BRAKING NEWS

অমরনাথ যাত্রীদের উপর হামলায় সন্দেহভাজন মূল অভিযুক্ত লস্কর জঙ্গি মহম্মদ আৱু ইসমাইল

শ্রীনগর, ১২ জুলাই (হি.স.) : সোমবার অমরনাথ যাত্রীদের উপর হামলায় সন্দেহভাজন মূল অভিযুক্ত লস্কর-ই-তৈবার জঙ্গি মহম্মদ আৱু ইসমাইল | সে পাকিস্তানের নাগরিক| প্রাথমিক তদন্তের পর এমনই মনে করছেন তদন্তকারীরা | গত সোমবার সন্ধ্যেয় অমরনাথ যাত্রীদের উপর হামলা চালায় জঙ্গিরা| ৬ মহিলা সহ ৭ পুণ্যার্থীর মৃতু্য হয়| জখম হন অন্তত ১৯ জন|
ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে| প্রাথমিক তদন্তের পর এই হামলার ঘটনায় সন্দেহভাজন লস্কˆর-ই-তৈবার জঙ্গি মহম্মদ আৱু ইসমাইলের নাম উঠে আসে| সেই ঘটনার মূল অভিযুক্ত বলে মনে করছে তদন্তকারীরা| জানা গেছে ২৬ বছরের এই জঙ্গি ২ বছর আগে সীমানা পেরিয়ে ভারতে চলে এসেছিল| লস্করের দক্ষিণ কাশ্মীর শাখার স্থানীয় কমান্ডার আৱু ইসমাইল| অমররাথ যাত্রীদের উপর হামলায় তাঁকে সঙ্গ দেয় অন্তত ৩ থেকে ৫ জন জঙ্গি|জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ|
যদিও তাদের কাছে এটা পরিষ্কার হচ্ছে না যে সূর‌্যাস্তের পর ওই অমরনাথ যাত্রীবাহী বাসটি পুলিশ চেক পোস্ট পেরোল কীভাবে| অমরনাথ যাত্রীদের উপর লস্কর জঙ্গিরা হামলা চালাতে পারে বলে আগাম সতর্কতা ছিল কেন্দ্রের তরফে| এই পরিস্থিতিতে সোমবার সন্ধেয় কীভাবে নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে গেল বাসটি তা নিয়ে প্রশ্ন উঠেছে|
জম্মু এবং কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী নির্মল সিং জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একশোর বেশি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে| যার অর্থ, জঙ্গিরা হামলার জন্য তৈরি ছিল| এদিকে, পুলিশের মতে, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ থেকে সন্দীপ কুমার শর্মাকে গ্রেফতারের পরই তীর্থযাত্রীদের উপর হামলা চালিয়ে প্রতিশোধ নিল আৱু ইসমাইল|
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের বাসিন্দা সন্দীপ ৫ বছর আগে লস্করে যোগ দেয়| কাজিগুনে ৬ পুলিসকর্মী হত্যার ঘটনায় সে জড়িত ছিল| ওই হামলার সময় একটি বাড়িতে লুকিয়ে পড়ে শর্মা| সেখান থেকেই তাঁকে ধরা হয়| যদিও হামলায় দায় স্বীকার করেনি লস্করইতৈবা| এরই মধ্য ইসমাইলের খোঁজে তল্লাশি শুরু করেছে প্রশাসন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *