নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৯ জুলাই৷৷ ফের সীমান্ত কাঁটাতারের বেড়া কেটে গরু চুরি৷ ঘনটাটি ঘটে ২নং এনসি আদর্শ কলোনিতে সত্য রঞ্জন বস্য’র বাড়িতে৷ জানা যায় ১৫ দিনের মধ্যে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের আদর্শ কলোনী ও মিয়া পাড়া সহ অন্যান্য বর্ডার এলাকা দিয়ে সীমান্ত কাঁটাতারের বেড়া কেটে গরু পাচার সহ আরো বিভিন্ন সামগ্রি বাংলাদেশে পাচার হচ্ছে৷ এক সাপ্তাহ আগে আদর্শ কলোনিতে সীমান্ত কাঁটাতারের বেড়া কেটে গরু পাচার হয়েছিল৷ ফের আজ আবার ও ১০৪ নং গেইটের সংলগ্ণ সীমান্ত কাটা তারের বেড়া কেটে সত্য রঞ্জন বৈস্যের একটি গাভী চুরি করে নিয়ে যায় বাংলাদেশে৷ এই ভাবে কাঁটাতারের বেড়া কেটে গরু পাচার করা হচ্ছে৷ বিএসএফ ক্যাম্পের এলাকাতে এই ভাবে চলছে সীমান্ত কাঁটাতারের বেড়া কেটে গরু সহ অন্যান্য জিনিস বাংলাদেশে পাচার হচ্ছে৷ শনিবার গভীর রাতে সত্য রঞ্জন বৈস্যের বাড়ী থেকে একটি গাভী চুরি হয়৷ রবিবার দিন সকালে বাড়ির মালিক সত্য রঞ্জন মধুপুর থানায় অভিযোগকরে৷ ঘটনাস্থলে ছুটে আসে মধুপুর থানার বড়বাবু দেবেন্দ্র রিয়াং সহ পুলিশ বাহিনী৷পরিদর্শন করতে গিয়ে বিএসএফ এর কমাডেন্ট আনন্দ মিশ্র৷ আনন্দমিশ্র জানায় এই এলাকা লোকদের সাহায্যে এই রকম ঘটনা ঘটে৷ অন্যদিকে এলাকার পঞ্চায়েত সদস্য ও লোকজনেরা দাবী করছে বিএসএফ জওয়ানরা টহলদারী গাফিলতীতে চোরেরা এই রকম ঘটনা করছে৷ বিএসএফ জওয়ানরা চোরদের মদত দিচ্ছে৷ এলাকাবাসীরা আরো জানান আজ হয়তো গরু চুরি হচ্ছে৷ আগামী দিন আরো বড় ঘটনা হতে পারে৷ বিএসএফ এর পাহাড়া থাকা সত্বেও কি করে সীমান্ত বেড়া কাঁটা হচ্ছে৷ এই বিষয় গুলি নিয়ে এই এলাকার জনগন চিন্তিত৷ আদর্শ কলোনি এলাকাকে ৩৪ বছর ধরে বসবাস করছে৷ কিন্তু এই রকম ঘটনা ঘটেনি৷ তাই এই এলাকাবাসী দাবী করছে অতিসত্বর ১৯৫ ব্যাটিলেন বিএসএফ -কে বদলী করা হউক৷ তা না হলে এলাকার লোকজনের বসবাস করতে সমস্যা হচ্ছে৷ বারবার এই রকমের ঘটনা ঘটছে৷ এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷
2017-07-10

