BRAKING NEWS

জনজাতিকরণ ও পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে ১২ ঘণ্টার রেল অবরোধ অসমে, ট্রেন চলাচলে ব্যাঘাত

চিরাং (অসম), ১০ জুলাই, (হি.স.) : মরান, মটক, তাই আহোম, চুতিয়া, কোচ রাজবংশী এবং চা জনগোষ্ঠী-সহ ছয় জনগোষ্ঠীকে জনজাতির মর্যাদা এবং পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবিতে সারা অসম কোচ-রাজবংশী ছাত্র পরিষদ (এএকেআরএসইউ বা আক্রাসু) আহূত ১২ ঘণ্টার ‘রেল অবরোধ’-এ বিভিন্ন যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেনের যাতায়াতে বেজায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে। বেশিরভাগ ট্রেন নিউ কোচবিহার স্টেশনে আটকে রাখা হয়েছে। বিশেষ করে আপ শরাইঘাট এক্সপ্ৰেস ও ওঘা এক্সপ্ৰেসকে নিউ কোচবিহারে, কোকরাঝাড়ে আপ দাদর এক্সপ্ৰেস, নিউ বঙাইগাঁওয়ে ডাউন রাজধানী এক্সপ্ৰেস এবং ইন্দোর এক্সপ্ৰেস, গোয়ালপাড়ায় ডাউন গয়া এক্সপ্ৰেস, বঙাইগাঁওয়ে ডাউন ব্যাঙ্গালোর এক্সপ্ৰেস আটকে রাখায় হাজার হাজার যাত্রীদের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
আজ সোমবার সকালে চিরাং জেলার বাসুগাঁও সহস্ৰাধিক আক্ৰাসু কৰ্মী ট্রেন অবরোধ করেন। এদিকে আজকের রেল অবরোধ-এর পরিপ্রেক্ষিতে ছয়টি ট্রেনের যাত্রা আগাম বাতিল করেছিল উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। বাতিল ট্রেনগুলি যথাক্রমে ৫৫৭৫৩/৫৫৭৫৪ আলিপুরদুয়ার-গুয়াহাটি-আলিপুরদুয়ার সিফুং যাত্ৰীবাহী পেসেঞ্জার, ১৫৭৬৯/১৫৭৭০ আলিপুরদুয়ার-লামডিং-আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্ৰেস, ১৫৭৭১/১৫৭৭২ আলিপুরদুয়ার-কামাখ্যা-আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্ৰেস, ৫৫৮১১/৫৫৮১২ ধুবড়ি-কামাখ্যা-ধুবড়ি যাত্ৰীবাহী পেসেঞ্জার (গোয়ালপাড়া হয়ে), ০৭৫২৬/০৭৫২৫ নিউ বঙাইগাঁও-নিউ জলপাইগুড়ি-নিউ বঙাইগাঁও ডেমু, ৫৫৭১৩/৫৫৭১৪ নিউ জলপাইগুড়ি-রঙিয়া-নিউ জলপাইগুড়ি যাত্ৰীবাহী ট্রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *