আইপিএফটির ডাকা অনির্দিষ্টকালের অবরোধ, অচল যোগাযোগ ব্যবস্থা

আগরতলা, ১০ জুলাই (হি.স.) : পৃথক রাজ্যের দাবীতে আইপিএফটির ডাকা অনির্দিষ্টকালের জাতীয় সড়ক এবং রেল অবরোধ আজ সকাল থেকে শুরু হয়েছে|তবে অবরোধ শুরুর আগের রাতেই ধর্মনগর আগরতলা লোকাল ট্রেনে হামলা চালয় আন্দোলন করিরা| আহত একাধিক|
উত্তেজনার পারদ চড়ছে| প্রত্যন্ত এলাকা গুলো থেকে বহুসংখ্যক উপজাতি যুবক বড়মুড়া পাহাড়ের খামথিং বাড়িতে এসে জড়ো হয়েছে|গতকাল রাত থেকে বেশ কয়েকবার সুরক্ষা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়| পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও অন্যান্য সুরক্ষা বাহিনীকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে|
আন্দোলনকারীরা জাতীয় সড়ক, রেল পথের ধারে এবং জঙ্গলের ভেতরে অস্থায়ী শিবির গড়ে তুলেছে| একদিকে পাহাড়ের [vsw id=”3S3_7aBbW3w” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]ভেতরে জঙ্গলে আন্দোলনকারীদের জন্য রান্না হচ্ছে| অন্যরা অবরোধে সামিল| আইপিএফটির প্রধান নরেন্দ্র চন্দ্র দেববর্মা আজ সকালে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার পৃথক রাজ্যের দাবী সংক্রান্ত বিষয়ে বৈঠক ডাকা না পর‌্যন্ত আন্দোলন চলবে|
যাবতীয় রেল চলাচল বাতিল করা হয়েছে| অচল হয়ে পরেছে এই পথে সড়ক যোগাযোগও|