BRAKING NEWS

রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি’র কাছাকাছি তৃণমূল বিধায়করা, পাশে রতন নাথও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ রাষ্ট্রপতি নির্বাচনেই দূরত্ব মিটেছে প্রদেশ বিজেপি এবং তৃণমূল বিধায়কদের৷

বৃহস্পতিবার গুয়াহাটিতে এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দের সাথে প্রদেশ বিজেপি সভাপতি এবং তৃণমূল বিধাকরা৷ সাথে রয়েছেন নেডা’র কনভেনার তথা আসামের অর্থমন্ত্রী হেমন্তবিশ্ব শর্মা৷

মতবিরোধ ভুলে গিয়ে একমঞ্চে বিপ্লব-সুদীপরা৷ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ পদপ্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থনের ঘোষণা দিলেন বিদ্রোহী তৃণমূল বিধায়করা৷ পাশে থাকবেন বলে জানিয়েছেন কংগ্রেস বিধায়ক রতন লাল নাথও৷ বৃহস্পতিবার গুয়াহাটিতে শ্রীকোবিন্দের সাথে দেখা করেন প্রদেশ তৃণমূলের ছয় বিধায়ক৷ সুদীপ রায় বর্মণ, আশীষ কুমার সাহা, বিশ্ববন্ধু সেন, দীবাচন্দ্র রাঙ্খল, দিলীপ সরকার এবং প্রণজিৎ সিং রায় এদিন এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দের সাথে সাক্ষাত করে শুভেচ্ছা জানিয়েছেন৷ অনুষ্ঠানে বিজেপি কেন্দ্রীয় নেতা রাম মাধবের অনুরোধে সুদীপবাবু ভাষণও দিয়েছেন৷ শুধু তাই নয়, রাজনৈতিক মতবিরোধ ভুলে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেবের সাথেও তৃণমূল বিধায়করা কথা বলেছেন৷ তাঁদের মধ্যে সৌজন্যমূলক আলোচনাও হয়েছে বলে সূত্র অনুসারে জানা গেছে৷ এদিকে, কংগ্রেস বিধায়ক রতন লাল নাথও রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দকে শুভেচ্ছা জানিয়েছেন৷ বিজেপি কেন্দ্রীয় নেতা রাম মাধবের সাথে তাঁরও কথা হয়েছে৷ সূত্রের খবর, তৃণমূল বিধায়কদের পাশাপাশি রতনবাবুও এনডিএ প্রার্থীকেই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন৷ এদিন সুদীপবাবুরা বিজেপি নেতাদের কাছে তৃণমূল নেত্রীর দ্বিচারিতার বিষয়ে জানিয়েছেন৷ তাঁদের দাবি, বামেদের বিরুদ্ধে লড়াইয়ে সবরকম আপোষ করতে প্রস্তুত৷
সূত্রের খবর, খুব সম্ভবত আগামী ১৭ জুলাই আনুষ্ঠানিকভাবে তৃণমূল বিধায়করা বিজেপি’তে যোগ দেবেন৷ তাঁদের পদত্যাগপত্র দুয়েক দিনের মধ্যে তৃণমূল নেত্রীর কাছে তাঁরা পাঠিয়ে দেবেন৷ দলবদল নিয়ে এদিন বিজেপি’র কেন্দ্রীয় নেতা রাম মাধব, নেডা’র কনভেনার তথা আসামের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর এবং প্রদেশ সভাপতি বিপ্লব দেব রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দকে সাথে নিয়ে তৃণমূল বিধায়কদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন৷ সূত্রের খবর, বিজেপি’তে যোগ দেওয়ার বিষয়ে কোন আগাম ঘোষণা করবেন না সুদীপ বর্মনরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *