BRAKING NEWS

আগামী শিক্ষাবর্ষ থেকে পুণরায় চালু হচ্ছে পাশ-ফেল প্রথা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ আগামী শিক্ষাবর্ষ থেকে পাশ-ফেল প্রথা পুণরায় চালু হচ্ছে৷ রাজ্য চাইলে এই প্রথা চালু করতে পারবে৷ কেন্দ্রীয় সরকার পাশ-ফেল প্রথা পুণরায় চালু করার সিদ্ধান্তে সীলমোহর দিয়েছে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন রাষ্ট্রমন্ত্রী ড মহেন্দ্র নাথ পান্ডে৷
তিনি বলেন, পাশ-ফেল প্রথা পুণরায় চালু করার বিষয়ে পর্যালোচনা হয়েছে৷ অধিকাংশ রাজ্য চাইছে এই প্রথা পুণরায় চালু হউক৷ এনিয়ে সিএবি’র বৈঠকে একাধিকবার আলোচনা হয়েছে৷ এর বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়েছে৷ তিনি জানান, কিছু কিছু পাশ-ফেল প্রথা পুণরায় চালু করতে রাজী নয়৷ কিন্তু, অধিকাংশ রাজ্যই চাইছে এই প্রথা পুণরায় চালু হউক৷ তবে, এবছর এই প্রথা চালু করা সম্ভব নয়৷ কারণ, শিক্ষাবর্ষ শুরু হয়ে গেছে৷ আগামী শিক্ষাবর্ষ থেকে গোটা দেশে পুণরায় চালু হবে পাশ-ফেল প্রথা৷ তাই, যে রাজ্যগুলি পাশ-ফেল প্রথা পুণরায় চালু করতে চাইছে তাদের সেই অধিকার দেওয়া হয়েছে৷ এই প্রথা কোন রাজ্য চালু করুক বা না করুক, তাতে কেন্দ্রীয় সরকার কোন হস্তক্ষেপ করবে না৷
ড পান্ডে জানান, ইতিমধ্যে পাশ-ফেল প্রথা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে৷ এখন রাজ্যগুলিও নিজেদের ইচ্ছেমতো এই প্রথা চালু করতে পারবে৷ তিনি বলেন, পাশ-ফেল তুলে দেওয়ায় দেশের শিক্ষাব্যবস্থায় বিরাট প্রভাব পড়েছে৷ অনেক ছাত্রছাত্রীর ক্ষতি হয়েছে৷ অবশ্য, এর জন্য তিনি শিক্ষক-শিক্ষিকাদের দায়ি করেছেন৷ তিনি বলেন, পাশ-ফেল প্রথা না থাকায় বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকারা অনেকেই নিজেদের দায়িত্ব পালনে গড়িমসি করেছেন৷ ফলে, যে উদ্দেশ্যে পাশ-ফেল প্রথা তুলে দেওয়া হয়েছিল, তা সঠিকভাবে বাস্তবায়িত হয়নি৷ বরং ক্ষতি হয়েছে৷
উল্লেখ্য, ২০০৬ সালে তদানিন্তন কেন্দ্রীয় সরকার পাশ-ফেল প্রথা তুলে দিয়েছিল৷ কিন্তু, শিক্ষা ব্যবস্থায় এর মারাত্মক কুপ্রভাব পড়েছে এই অভিযোগ এনে অভিভাবকদের ফোরাম পুণরায় পাশ-ফেল চালু করার দাবিতে সোচ্চার হন৷ কেন্দ্রীয় সরকার এই দাবির ভিত্তিতে বিভিন্ন রাজ্যের মতামত সংগ্রহ করে৷ তাতে, ত্রিপুরা সহ অধিকাংশ রাজ্য পাশ-ফেল প্রথা পুণরায় চালু করার পক্ষে মত দেয়৷ রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী সম্প্রতি জানিয়েছিলেন, পাশ-ফেল পুণরায় চালু হউক চাইছে রাজ্য সরকার৷ কেন্দ্রের কাছে রাজ্যের সিদ্ধান্ত জানানো হয়েছে৷ এমনকি, এবিষয়ে কেন্দ্রের সবুজ সংকেত মিলতেই রাজ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে৷ পাশ-ফেল প্রথা পুণরায় চালু করার ক্ষেত্রে রাজ্য সবরকমভাবে প্রস্তুত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *