BRAKING NEWS

স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় বরাদ্দের সঠিক ব্যয় করে না রাজ্য সরকার ঃ রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ জুলাই৷৷ ২০১৮ সালের নির্বাচনে বিজেপিকে আরো বেশি মজবুত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সফরে এলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ফাগ্গান সিং কোলাস্থে৷ মঙ্গলবার ৪১ অম্পিনগর বিধানসভার বিভিন্ন বুথে ঝটিকা সফরে এলেন তিনি৷ তাঁর সাথে ছিলেন বিজেপি রাজ্য কমিটির জনজাতি মোর্চার সভাপতি সঞ্জয় জমাতিয়া, উপজাতি নেতা দেবব্রত কলই এবং রাজীব ভট্টাচার্য্য৷ এদিন তাঁরা ৪১ অম্পিনগর বিধানসভা কেন্দ্রের তিনঘরিয়া, তেতুঁইবাড়ী, তুই তৈদু, অম্পিনগর এলাকায় চারটি বুথের কর্মীদের সাথে কথা বলেন৷ বুথগুলিকে কিভাবে শক্তিশালী করে শাসক দলকে ক্ষমতাচ্যুত করা যায় সেবিষয়ে আলোচনা করেন৷ পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী ওই এলাকায় বসবাসকারী মানুষদের সাথেও কথা বলেন৷ স্বাস্থ্য পরিষেবার কি হাল ওই এলাকায় তা তাদের কাছ থেকে জানার চেষ্টা করেন৷ তিনি বলেন, এই সকল এলাকাগুলির জন্য কেন্দ্রীয় সরকার ৯০ শতাংশ অর্থ বরাদ্দ করেন৷ যার সিকিভাগও খরচ করছে না রাজ্য সরকার, তাই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি৷ শ্রী কোলাস্থের বক্তব্য, কেন্দ্রীয় বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যয় না করার ফলে উপজাতি এলাকাগুলি স্বাস্থ্য পরিসেবা সহ শিক্ষা সমস্ত ক্ষেত্রে পিছিয়ে রয়েছে৷ তিনি আরো বলেন, মধ্যপ্রদেশে এক টাকা কেজি দরে বিপিএল কার্ড হোল্ডারদের চাল দেওয়া হয়৷ কিন্তু এই রাজ্যে তা লক্ষ্য করা যায় না৷ তিনি আরো বলেন, উপজাতি জনবসতি এলাকাগুলিতে পরিশ্রুত পানীয় জল পাচেছ না৷ তাঁর বিশ্বাস, ২০১৮ নির্বাচনে বুথ গুলির কর্মীরা যথাযোগ্য কাজ করলে আগামীতে সরকার গড়বে বিজেপি৷ তাঁর নির্দেশ, এই সকল এলাকার সমস্যাগুলির সমাধানই থাকবে প্রধান কাজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *