BRAKING NEWS

পেট্রোলের জন্য পাম্পে দীর্ঘ লাইন, দপ্তর জানাল মজুত পর্যাপ্ত, বিঘ্নিত হচ্ছে সরবরাহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ মারাত্মক জ্বালানি সঙ্কট দেখা দিতে আশঙ্কায় দীর্ঘ লাইন পড়েছে পেট্রোল পাম্পগুলিতে৷

আগরতলায় একটি পেট্রোল পাম্পের সামনে বাইক চালকদের দীর্ঘ লাইন৷ ছবি নিজস্ব৷

বিশেষ করে আগরতলায় জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত রয়েছে, তা সরকারী তথ্যে স্পষ্ট৷ অবশ্য, পেট্রোল সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটেছে ঠিকই৷ কিন্তু, সংকটময় পরিস্থিতি এখনো তৈরি হয়নি দাবি করেছেন খাদ্য দপ্তরের জনৈক আধিকারীক৷ তিনি জানিয়েছেন, আগরতলায় আজ কেবলমাত্র গণরাজ চৌমুহনীস্থিত পেট্রোল পাম্প ছাড়া বাকি ১১টি পাম্পে পেট্রোল সরবরাহ করা হয়েছে৷ আগামী পড়শু’র মধ্যে আরো ২৮ পেট্রোলবাহী ট্যাঙ্কার ঢুকবে৷
খাদ্য দপ্তরের ঐ আধিকারীক জানিয়েছেন, শিলচরের রামনগর থেকে ৭টি এবং গুয়াহাটির দেবকুচি থেকে ২১টি পেট্রোলবাহী ট্যাঙ্কার আজ রাজ্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে৷ আগামী পড়শু’র মধ্যে ট্যাঙ্কারগুলি রাজ্যে ঢুকে যাবে৷ তিনি আরো জানান, আজ মোট ১৫৬ কেএল পেট্রোল আগরতলার বিভিন্ন পেট্রোল পাম্পে মজুত ছিল৷ যান চালকরা প্রয়োজনীয় পেট্রোল নিতে পেরেছেন৷
এদিকে, খাদ্য দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত এক সপ্তাহ ধরে (দু’দিন ছুটি সহ) গুয়াহাটি ডিপোতে জ্বালানী তেলের জন্য কোন ধর্মনগরে আসেনি৷ ফলে জ্বালানী তেল সরবরাহে কিছু বিঘ্ন ঘটেছে৷ তারপর দরপত্র নিয়ে এনইপিসিএ সংগঠন গাড়ীতে জ্বালানী তেল ভরতে অস্বীকার করে৷ তাতেও সরবরাহ বিঘ্নিত হয়৷
তবে, আজ সমস্যা সমাধানের পর গাড়ীতে জ্বালানী তেল ভরা শুরু হয়েছে৷ গতকাল এবিষয়ে রাজ্য সরকার আইওসিএল কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছে৷ বিকল্প ব্যবস্থা হিসাবে শিলচরের রামনগর ডিপো থেকে সরবরাহের প্রাতিশ্রুতি পাওয়া গেছে৷ বর্ষাকালে যে কোন সময় জাতীয় সড়ক বিপর্যস্ত হলে এই বিকল্প ব্যবস্থার মাধ্যমে জ্বালানী তেল রাজ্যে আসবে৷
রাজ্যে ধর্মনগর ডিপোতে ধারণ ক্ষমতা অত্যন্ত কম এবং এজন্য তা গুয়াহাটি ডিপো নির্ভর৷ এইসব বিভিন্ন কারণে রাজ্যে সরবরাহ ব্যাহত হয়েছে৷ তাই পেট্রোলিয়াম ডিলারদের নিয়ে বৈঠক করে তাদের নিজস্ব ভূগর্ভস্থ আধারগুলিতে সবসময় যাতে মজুত থাকে তার জন্য বলা হয়েছে৷ এর জন্য আইওসিএল’কে অগ্রাধিকারের ভিত্তিতে বেশী ট্যাঙ্কার পাঠাতে বলা হয়েছে৷ রেলপথে ধর্মনগরে জ্বালানী তেল সরবরাহ ডিসেম্বরের আগে যেহেতু সম্ভব হচ্ছে না, তাই মধ্যবর্তী ছয় মাসের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে সবসময় যাতে জ্বালানী তেল সরবরাহ অক্ষুন্ন থাকে তার জন্য মজুতভান্ডার গড়ে তুলতে আইওসিএল’কে এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রককে অনুরোধ জানানো হয়েছে৷
ভোক্তাদের অবগতির জন্য রাজ্য খাদ্য দপ্তর থেকে অনুরোধ করা হচ্ছে যে, তারা যেন ধৈর্য্য সহকারে পরিস্থিতি বিবেচনায় সহযোগিতা করেন৷ ডাইনামিক ডেইলি প্রাইসিং সিস্টেমের জন্য রাজ্যে ডিলারদের প্রচন্ড অসুবিধা হচ্ছে৷ সর্বভারতীয় স্তরে এনিয়ে আন্দোলনের কর্মসূচী রয়েছে৷ ভারত সরকারকে এব্যাপারে উদ্যোগ গ্রহণ করতেও অনুরোধ জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *