BRAKING NEWS

তনুশ্রী হত্যা মামলায় হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে মৃতার পরিবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ রাজধানীর ধলেশ্বর চৌদ্দ নং রোর্ড এলাকার গৃহবধূ তনুশ্রী রায়কে হত্যা করার সঙ্গে যুক্তদের শাস্তির দাবীতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন মৃতার পরিবার৷ এদিকে তনুশ্রী হত্যাকান্ডের তিন মাস পরও তদন্তকারী পুলিশ তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করতে পারেনি৷ অভিযুক্ত স্বামী দীপ্তনু রায় চৌধুরী ও তার পিতা মাতাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে খেজুর বাগান এলাকাবাসী৷ ধলেশ্বর ও খেজুরবাগানবাসীরাও অভিযুক্তদের শাস্তির দাবীতে রাজধানীতে মোমবাতি মিছিল সংগঠিত করেন৷ মুখ্যমন্ত্রী মামলার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন৷ অভিযোগ, পুলিশ কৌশলে মামলাটি হাল্কা করে অভিযুক্তদের পার পাইয়ে দিতে চাচ্ছিল৷ শেষ পযন্ত ডিএসপি অলিভিয়া দেববর্মার তত্বাবধানে তদন্ত শুরু হয়৷ আদালতে প্রাথমিক চার্জশীটও জমা পড়ে৷ ময়নাতদন্তের রিপোর্টে তনুশ্রীর শরীরে বিষের সন্ধান পাওয়া যায়৷ অভিযুক্ত যে দোকান থেকে বিষ কিনেছিল তারও প্রমাণপত্র সংগ্রহ করে পুলিশ৷ অভিযোগ নয়, এপ্রিল তনুশ্রীকে বাড়িতে স্বামী শ্বশুর শাশুড়ি মিলে বিষ খাইয়ে হত্যা করে৷ তাদের বিরুদ্ধে পূর্ব আগরতলা মহিলা থানায় মামলা দায়ের করা হয়৷ তাছাড়াও ২০১৫ সালের ১২ সেপ্ঢেম্বর গৃহবধূ তনুশ্রী পণের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগে জিবি ফাঁড়িতে জিডি এন্ট্রি করা হয়েছিল৷ জিডি এন্ট্রি নম্বর ২৭৩৷ এদিকে, তনুশ্রী রায় হত্যা মামলায় অভিযুক্ত স্বামী দিপ্তনু রায় চৌধুরীর জামিন বাতিল করে জেল হাজতে রেখে মামলা চালানোর জন্য হাইকোর্টে আবেদন জানানো হবে বলে জানিয়েছে মৃতার পরিবার৷ অভিযুক্ত জামিনে থাকলে মামলা প্রভাবিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা৷ প্রসঙ্গত, তনুশ্রী হত্যা মামলা নিয়ে রাজধানী আগরতলা শহরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল৷ এলাকাবীসও সুবিচার দাবী করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *