BRAKING NEWS

২৬ সপ্তাহের গর্ভবতী মহিলাকে গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট

কলকাতা, নয়াদিল্লি ৩ জুলাই (হি.স.) : সোমবার ২৬ সপ্তাহের গর্ভবতী মহিলাকে গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোট| ভ্রূণে ক্রটি থাকার কারণে বারাসতের ওই মহিলাকে গর্ভপাতের অনুমতি দিল শীর্ষ আদালত| বিশেষ পরিস্থিতিতে গর্ভপাত করা হবে| প্রসঙ্গত, রাজ্যের সবচেয়ে বড় সুপারস্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এর তরফে দেওয়া রিপোর্টে দাবি করা হয়, গর্ভস্থ ভ্রুণটি হৃদযন্ত্রের জটিল রোগে আক্রান্ত| অবিলম্বে গর্ভপাত প্রক্রিয়াটি এসএসকেএম-এ সম্পন্ন করতে হবে|
মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অনুযায়ী, ২০ সপ্তাহের মধ্যেই গর্ভপাত আইনত| কিন্তু বারাসতের ওই দম্পতি এই আইনকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন| তাঁদের দাবি, বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে, তাঁর গর্ভে থাকা ভ্রূণ মারাত্মক ব্যধিতে আক্রান্ত | শিশুটি জন্মালেও সুস্থভাবে জন্মাবে না| সেক্ষেত্রে গর্ভপাতের আবেদন জানান ওই দম্পতি| সুপ্রিম কোর্ট মহিলার একাধিক টেস্ট করানোর নির্দেশ দেন| মহিলার চিকিত্সার জন্য সাত সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়| প্রত্যেক টেস্টের রিপোর্ট পেশ করা হয় আদালতে| রিপোর্টে সন্তানের জন্ম হলে শিশুটির হৃদরোগ সহ একাধিক জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান চিকিত্সকরা| ফলে ওই মহিলা তীব্র মানসিক আঘাত পেতে পারেন বলেও রিপোর্টে উল্লেখ করা হয়| এর পরই বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি এম খানউইলকরের বেঞ্চের তরফে গর্ভপাতের অনুমতি দেওয়া হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *