সিরিজ হারের ভয় নেই, শেষ দুই ম্যাচে দলে বদলের কথা ভাবছেন কোহলি

অ্যান্টিগা, ১ জুলাই (হি.স.) : চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে ইতিমধ্যেই ভারত তিন ম্যাচ খেলে আয়োজক দেশের বিরুদ্ধে ২-০ এগিয়ে আছে| এই আবস্থায় পাঁচ ম্যাচের সিরিজ হারের সম্ভাবনা না থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের শেষ দুটি একদিনের ম্যাচে দলে বদলের ইঙ্গিত দিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি| তৃতীয় ম্যাচের পর তিনি বলেছেন, আমরা অবশ্যই দলে বদলের কথা ভাবছি| আমাদের দলের কয়েকজন ক্রিকেটার বেশ কিছুদিন খেলার সুযোগ পায়নি| তাদের সুযোগ দেওয়ার চেষ্টা করব|
চলতি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেলেও, পরের দুটি ম্যাচ জিতে ২-০ এগিয়ে গিয়েছে ভারত| বাকি আর দুটি ম্যাচ| ফলে সিরিজ খোয়ানোর আশঙ্কা নেই বিরাটদের| সেই কারণেই মহম্মদ সামি, দীনেশ কার্তিক, ঋষভ পন্থের মতো ক্রিকেটারদের সুযোগ দেওয়ার কথা ভাবছেন ভারতের অধিনায়ক|