আজ থেকে শুরু ঐতিহ্যবাহী খার্চি পুজা ও মিলন মেলার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ৩০ জুন৷৷ পুরাতন আগরতলাস্থিত চতুর্দ্দশ দেবতাবাড়ী প্রাঙ্গণে আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে

চৌদ্দদেবতা মন্দিরে খার্চি পুজা উপলক্ষে শুক্রবার শুরু হয়েছে নানা আচার অনুষ্ঠান৷ ছবি নিজস্ব৷

রাজ্যের ঐতিহ্যবাহী সাতদিন ব্যাপী খার্চি মেলা ও প্রদর্শনী৷ এদিকে, খার্চি পুজার আচার অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যাতেই শুরু হয়ে গিয়েছে৷ এদিন রাজচন্তাই সহ অন্যান্য পুজারীরা চৌদ্দ দেবতাকে নিয়ে হাওড়াতে গিয়ে জল নিয়ে আসেন৷ মন্ডপে রাখা হয়েচে চৌদ্দ দেবতাকে৷ এদিন সন্ধ্যাতেই জমে উঠেছে খয়েরপুরের চৌদ্দদেবতা মন্দ্রি৷
এদিন সকাল ৮ টায় আনুষ্ঠানিক ভাবে এর সূচনা হবে৷ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের চেয়ারম্যান ড রঞ্জিত দেববর্র্ম৷ সম্মানিত অতিথি হিসেবে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দিলীপ দাস, আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা, বিশেষ অতিথি হিসেবে পশ্চিম জেলার জেলা শাসক ডমিলিন্দ রামটেকে, তথ্য ও সংসৃকতি দপ্তরের অধিকর্তা মৃণালকান্তি নাথ, সদর মহকুমা শাসক সমিত রায় চৌধুরী ও জিরানীয়া মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য উপস্থিত থাকবেন৷ মেলা ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিধানসভার উপাধক্ষ পবিত্র কর৷
খার্চি উৎসব উপলক্ষে আগামী ১-৭ জুলাই চতুর্দশ দেবতাবাড়ী সংলগ্ণ এলাকায় যানবাহন চলাচলের উপর কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে৷ পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডাঃ মিলিন্দ রামটেকে ত্রিপুরা মোটর ভ্যাহিকেল আইন আনযায়ী এই আদেশ জারি করেছেন৷ আদেশে খার্চি উৎসব চলাকালীন নো-পার্কিং জোন, পার্কিং জোন এবং নিম্নলিখিত রাস্তায় যানবাহনের প্রবেশ / চলাচলের উপর বিস্তৃত নির্দেশিকা দেওয়া হয়েছে৷ আদেশে বলা হয়েচে ৪৪ নং জাতীয় সড়কের বিজয় সংঘ ড্রপ গেইট থেকে দুলুরা ড্রপ গেইটের মধ্যে কোন প্রকার যানবাহন পার্কিং করা যাবে না৷ পার্কিং জোনের ক্ষেত্রে বলা হয়েছে সরকারী ও বেসরকারী যানবাহন খয়েরপুর দশমীঘাট মাঠে পার্কিং করতে পারবে৷ জিরানীয়া ও রাণীরবাজারের বাসগুলি খয়েরপুরের নতুন বাজারের ভিতরের একটি অংশের পার্কিং করতে পারবে এবং আগরতলা ও খয়েরপুরের মধ্যে চলাচলের অটোরিক্সাগুলির পার্কিং ৪৪ নং জাতীয় সড়কের পুরাতন ব্রীজের পাশে করতে হবে৷ এছাড়া, উৎসবের দিনগুলিতে ৪৪নং জাতীয় সড়কের মাধববানী এবং আমতলী থেকে আগরতলার দিকে আসা সমস্ত প্রকার ভারী যানবাহন সকাল ৮ টা থেকে রাত ১১ টা পর্যন্ত প্রবেশ করতে পারবে না৷ একই ভাবে চন্দ্রপুর থেকে বলদাখালের রাস্তা হয়ে পুরাতন আগরতলায়, খয়েরপুর হাওড়া ব্রীজ থেকে দেবতা বাড়ী, ৪৪ নং জাতীয় সড়কের কালীটিলা থেকে দেবতাবাড়ী বৃদ্ধিনগর থেকে দেবতাবাড়ী নতুন রাস্তায় উৎসবের দিনগুলিতে যানবাহন চলাচল করতে পারবে না৷
এদিকে, জেলা শাসক ডাঃ মিলিন্দ রামটেকে পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, খার্চি উৎসব চলাকালীন জাতীয় সড়কের বৃদ্ধিনগর থেকে চন্দ্রপুর এবং বাইপাসের খয়েরপুর থেকে কাঠিয়া বাবা আশ্রমের রাস্তা বন্ধ থাকবে৷ এই রাস্তায় অবাঞ্চিত পার্কিং করা হলে পার্কিং গাড়ী গুলিকে তুলে ট্রাফিক পুলিশ বোধজংনগর পুলিশ স্টেশনে নিয়ে যাবে বলেও জানানো হয়েছে৷