নাবালিকার শ্লীলতাহানির দায়ে হোমে গেল কিশোর

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ জুন৷৷ কাঁঠাল খাওয়ানোর প্রলোভন দিয়ে চোদ্দ বছরের এক কিশোর কর্তৃক শ্লীলতাহানী এবং নির্যাতনের শিকার হলো চার বছরের এক নাবালিকা৷ সংশ্লিষ্ট বিষয়ে তেলিয়ামুড়া থানায় একটি শ্লীলতাহানির মামলা নথিভুক্ত হয়৷ পুলিশ মঙ্গলবার দুপুরে অভিযুক্ত নাবালককে গ্রেপ্তার করেছে৷ গত ২০ জুন সন্ধ্যায় তেলিয়ামুড়া থানাধীন মহারানী পুর এলাকার ঝুটন দাসের ছেলে সজ্ঞিত (১৪) (কল্পিত নাম) পাশের বাড়ির চার বছরের নাবালিকা কন্যাকে কাঁঠাল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানি এবং নির্যাতন চালায়৷ ভয়ে এত দিন নির্যাতিতা নাবালিকা কিছু বলেনি বাড়ির কাউকে৷ কিন্তু গতকাল রাতে অভিযুক্ত সঞ্জিত নাবালিকার বাড়িতে গেলে নাবালিকা সকলের সামনেই সব খুলে বলে৷ সোমবার রাতেই নাবালিকার পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করে৷ পুলিশ ভারতীয় দন্ডবিধির ৩৫৪ এবং পক্সো ধারায় মামলা নিয়ে আজ দুপুরে ওই নাবালিকাকে গ্রেপ্তার করে খোয়াই জুভেনাইল কোর্টে পাঠায়৷ এদিকে নির্যাতিতা শিশু কন্যাকেও মঙ্গলবার দুপুরে ডাক্তারি পরীক্ষা করা হয়৷