মাছের পোনা বিতরণ ঘিরে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত অমরপুরের এডিসি ভিলেজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ মাছের পোনা বিতরণ নিয়ে সিপিএম এবং বিজেপি’র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে অমরপুর মহকুমার কারনাল এডিসি ভিলেজ এলাকা৷ দুই দলের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে৷
শুক্রবার সকাল আটটা নাগাদ অমরপুর মহকুমার কারনাল এডিসি ভিলেজে মৎস্য দপ্তরের উদ্যোগে মাছের পোনা বিতরণ করা হচ্ছিল৷ তখন বিজেপি সমর্থকরা মাছের পোনা সঠিক ওজনের নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেন৷ এনিয়ে তারা রাস্তা অবরোধ শুরু করলে সিপিএম’ সমর্থকদের সাথে তাদের বচসা বাধে৷ দুই পক্ষের মধ্যের ধাক্কাধাক্কিও হয়৷ একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষ একে অপরকে লক্ষ্য ইট পাটকেল ছুড়তে শুরু করেন৷ তাতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে৷ এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে একজন মৎস্য দপ্তরের আধিকারীকও রয়েছেন৷
মৎস্য দপ্তরের জনৈক কর্মীর অভিযোগ, সুবিধাভোগীদের মধ্যে সঠিক ওজনের মাছের পোনা বিতরণ করা হচ্ছিল৷ কিন্তু, বিজেপি সমর্থকরা অযথা বিষয়টি ঘোলাটে করে দিয়েছেন৷ এদিকে, বিজেপি’র বক্তব্য মাছের পোনা বিতরণে দুর্ণীতি হয়েছে৷ সুবিধাভোগীদের যে মাছের পোনা দেওয়া হচ্ছিল তার ওজন সঠিক ছিল না৷ এর জন্যই তাতে বাধা দেওয়া হয়েছিল৷ মহকুমা পুলিশ আধিকারীক জানিয়েছেন, মাছের পোনা বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এলাকায় প্রচন্ড উত্তেজনা ছড়ায়৷ তবে, এলাকায় বিরাট পুলিশ এবং টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে৷ পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক৷ এদিকে, সিপিএম’র তরফে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ এদিনের ঘটনায় মৎস্য দপ্তরের পক্ষ থেকেও মামলা করা হয়েছে বলে জানা গেছে৷