ভারতে হিন্দু-মুসলমান সমস্যা সমাধান গৃহযুদ্ধ ছাড়া সম্ভব হবে না, রাজ্যপালের টুইটে বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ ভারতে হিন্দু-মুসলমান সমস্যা সমাধান গৃহযুদ্ধ ছাড়া সম্ভব হবে না৷ টুইটারে রাজ্যপাল তথাগত রায় এই বেফাঁস মন্তব্য করে বিতর্কের ঝড় তুলে দিয়েছেন৷ তাঁর এই মন্তব্য সাম্প্রদায়িক উস্কানিমূলক বলে নিন্দায় মুখর হয়েছে সোস্যাল মিডিয়া৷ সাংবিধানিক পদে থেকে এধরনের মন্তব্যের জন্য তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে৷

১০ জুন ১৯৪৬ সালে ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠা শ্যামাপ্রসাদ মুখার্জির লেখা ডায়েরির একাংশের উদ্ধৃতি দিয়ে টুইট করেন রাজ্যপাল তথাগত রায়৷ টুইটবার্তায় তিনি বলেন, ভারতে হিন্দু-মুসলিম সমস্যা সমাধান গৃহযুদ্ধ ছাড়া সম্ভব হবে না৷
রাজ্যপালের এই মন্তব্য বিতর্কের ঝড় তুলেছে সোস্যাল মিডিয়ায়৷ অনেকেই এই মন্তব্যের সমলোচনায় মুখর হয়েছেন৷ তাঁদের মতে, রাজ্যপাল তথাগত রায়ের এই টুইট সাম্প্রদায়িক বৈষম্যে মদত জোগাচ্ছে৷ অনেকে সরাসরি দাবি করেন, সোস্যাল মিডিয়ায় এমন মন্তব্য করার পর তথাগত রায়ের অবিলম্বে রাজ্যপাল পদে ইস্তফা দেওয়া উচিৎ৷ তাঁদের বক্তব্য, রাজ্যপালের মতো সাংবিধানিক পদে থেকে এধরনের মন্তব্য শোভা পায় না৷ জনৈক ইউজার রাজ্যপালকে ধিক্কার জানিয়ে পাল্টা টুইট করেছেন৷

অবশ্য, রাজ্যপালের এই মন্তব্যকে ঘিরে সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠলেও ভিন্ন মত অনেকেই ব্যক্ত করেছেন৷ রাজ্যপালের মন্তব্যের সমর্থনেও অনেকে পাল্টা টুইট করেছেন৷ এমনকি সেদিন শ্যামাপ্রসাদ মুখার্জি কি পরিস্থিতিতে এই কথা ডায়েরিতে লিখেছিলেন তার সমর্থনে জনৈক ইউজারও পাল্টা টুইট করেছেন৷

রাজ্যপাল তথাগত রায় বিতর্কিত টুইটের জেরে অতীতেও সমালোচিত হয়েছেন৷ ২০১৫ সালে ফাঁসির পরে মুম্বই বিস্ফোরণ কান্ডে সাজাপ্রাপ্ত ইয়াকুব মেমনের শেষকৃত্যে হাজির জনতাকে সম্ভাব্য সন্ত্রাসবাদী বলে মন্তব্য করেছিলেন তিনি৷ তার জেরেও সেই সময় সমালোচনার ঝড় উঠেছিল৷ রাজনৈতিক মহলের মতে, তথাগত রায় বর্ষিয়ান বিজেপি নেতা হলেও এখন তিনি সাংবিধানিক পদে রয়েছেন৷ তাই এই ধরনের বিতর্কিত মন্তব্য তাঁর না করাই উচিৎ৷