নয়াদিল্লি, ১৬ জুন(হিঃস)৷৷ বিদেশ থেকে কালো টাকা দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী৷ সেই প্রতিশ্রুতিই ফলপ্রসূ হতে চলেছে৷ শুক্রবার সুইজারল্যান্ড সরকার ভারতের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য বিনিময়ে সম্মত হল৷ এর ফলে কালো টাকা সংক্রান্ত নানা আর্থিক খুঁটিনাটি সুইজারল্যান্ড ভারতের সঙ্গে অটোমেটিক এক্সচেঞ্জ বা স্বয়ংক্রিয় লেনদেন করবে৷ যদিও গোটা বিষয়টি চরম গোপনীয় রাখার কথা আগেই বলেছে তারা৷ কর সংক্রান্ত বিষয়ে অটোমেটিক ইনফরমেশন এক্সচেঞ্জ বা স্বয়ংক্রিয় তথ্য বিনিময় নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সুইজারল্যান্ড৷ সুইস ফেডারেল কাউন্সিল জানিয়েছে, ২০১৮-য় এই সিদ্ধান্ত পুরোপুরি মানা হবে৷ তথ্যর প্রথম তাড়া বিনিময় ন্ডহবে তার পরের বছর৷ ঠিক করে থেকে তথ্য বিনিময় শুরু হবে তার তারিখ শিগগিরই ভারত সরকারকে জানিয়ে দেবে সুইস ফেডারেল কাউন্সিল৷ এ ব্যাপারে যে বিজ্ঞপ্তির খসড়া কাউন্সিলে পাশ হয়েছে, তাতে বলা হয়েছে এই তথ্য বিনিময়ে সিদ্ধান্ত কোনও গণভোটের ওপর নির্ভরশীল নয়৷ অর্থাৎ এটি কার্যকর করতে গড়িমসি করা নিষ্প্রয়োজন৷ কালো টাকা জমিয়ে রাখার স্বর্গরাজ্য হল সুইজারল্যান্ড৷ সুইস কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরেই কথা চালাচ্ছিল নয়াদিল্লি৷ অবশেষে তা পোক্ত হয়েছে৷ সুইস সরকারের কাছে ওই অ্যাকাউন্ট হোল্ডারদের তালিকা চেয়ে পাঠিয়েছে ভারত৷ ফলে আর কালো টাকা লুকিয়ে রাখা যাবে না৷ আর যাদের কালো টাকা রয়েছে, তাদেরও এবার জরিমানা দিতে হবে৷ মানে বিদেশ থেকে কালো টাকা ফেরার পথ প্রশস্ত হল৷ কালো টাকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী৷ নোট বাতিলের মতো কড়া পদক্ষেপও নিয়েছেন৷ কিন্তু বিরোধীরা দাবি করছিল, বিদেশ থেকে কবে কালো টাকা আসবে৷ অর্থমন্ত্রক জানিয়েছিল, বিদেশে কত পরিমাণ কালো টাকা জমা রয়েছে, তার হদিশ সরকারের কাছে নেই৷ সুইস ব্যাঙ্কে কালো টাকা মজুত নিয়ে ভারতীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে তোলপাড় চলছে৷
2017-06-17

