ছাত্র রাজনীতির উত্তপ্ত হাওয়া তেলিয়ামুড়ায়, এসএফআই ও বিদ্যার্থী পরিষদের সংঘর্ষে মহিলা পুলিশসহ ঘায়েল এগারজন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ জুন৷৷ ছাত্র রাজনীতির উত্তপ্ত হওয়া তেলিয়ামুড়ায়৷ কলেজে ছাত্র ভর্তির প্রক্রিয়া চলাকালে

দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে আহত বিজেপি মহিলা নেত্রী কল্যাণী রায় (বাঁয়ে) এবং মহিলা পুলিশ কনস্টেবল রাখী দেবনাথ৷ ছবি নিজস্ব৷

বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি এর মধ্যে খন্ডযুদ্ধ হয়৷ তারপর দুই ছাত্র সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ এই মিছিলেও দুই সংগঠনের হামলা ও পাল্টা হামলায় মহিলা পুলিশ কর্মী সহ উভয় ছাত্র সংগঠনের মোট এগারজন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে বিজেপি রাজ্য মহিলা মোর্চার নেত্রী কল্যাণী রায়ও রয়েছেন৷ ঘটনার পর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা তেলিয়ামুড়ায়৷ পুলিশের পদস্থ অফিাসররা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন৷ মোতায়েন করা হয়েছে বিশাল টিএসআর বাহিনী৷
সংবাদে প্রকাশ, সোমবার থেকে তেলিয়ামুড়া ডিগ্রী কলেজে ২০১৭ সালের প্রথম বর্ষের জন্য ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু হয়৷ ছাত্রছাত্রীরা ফরম সংগ্রহ করতে যায় কলেজে৷ সেখানে সাংগঠনিক প্রচারের জন্য উপস্থিত ছিল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই৷ সেই সাথে ছিল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি তথা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকরা৷
মঙ্গলবারও এই দুই ছাত্র সংগঠনের নেতা কর্মীরা কলেজ চত্বরে সাংগঠনিক প্রচার করছিল৷ এমন সময় দুই ছাত্র সংগঠনের কয়েকজন কর্মীর মধ্যে কোন একটি বিষয় নিয়ে বাক বিতন্ডা শুরু হয়৷ এক সময় বাক বিতন্ডা রূপ নেয় হাতাহাতি ও মারপিটে৷ মুহুর্তের মধ্যেই কলেজ চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়৷ মারপিটে দুই ছাত্র সংগঠনেরই কয়েকজন আহত হয়৷
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সন্ধ্যায় বিজেপি রাজ্য মহিলা মোর্চার নেত্রী কল্যাণী রায়ের নেতৃত্বে বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকরা মিছিল করে তেলিয়ামুড়া থানায় যায়৷ কলেজ চত্বরে হামলা হুজ্জুতি এবং মারধরের ঘটনার বিবরণ দিয়ে এসএফআইয়ের কয়েকজন কর্মীর নামধাম জানিয়ে একটি মামলা করা হয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে৷ পরে বিদ্যার্থী পরিষদের তরফ থেকে ঐ এলাকায় রাস্তা অবরোধ করা হয়৷ প্রায় দুই ঘন্টা চলে অবরোধ৷ এমন সময়ই থানার অনুমতি নিয়ে এসএফআই এর তরফ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়৷ মিছিলটি থানা চত্বরে আসতেই সেখানে অবরোধ আন্দোলনে থাকা বিদ্যার্থী পরিষদের কর্মীদের উদ্দেশ্যে প্ররোচনামূলক উক্তি করে এসএফআইয়ের মিছিলে অংশগ্রহণকারী কর্মী সমর্থকরা৷ তাতে ক্ষিপ্ত হয়ে উঠে বিদ্যার্থী পরিষদের কর্মীরা৷ এখানেও শুরু হয় মারধর৷ দুই পক্ষের মধ্যে ইট পাটকেল ছঁুড়া৷ ইটবৃষ্টিতে গুরুতর জখম হয়েছেন তেলিয়ামুড়া থানায় কর্মরত মহিলা কনস্টেবল রাখী দেবনাথ এবং অপর এক কনস্টেবল৷ আহত হয় দুই ছাত্র সংগঠনের বেশ কয়েকজন নেতা কর্মী৷ আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠায় খোয়াই জেলার পুলিশ সুপার নগেন্দ্র দেববর্মা, অতিরিক্ত পুলিশ সুপার রণবীর দেববর্মা, ডিসিএম সহ প্রশাসনের পদস্থ আধিকারীকরা ঘটনাস্থলে ছুটে যান৷ মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী৷ রাতেও ঐ এলাকার পরিস্থিতি থমথমে বলে জানা গিয়েছে৷