স্ত্রীর সাথে ঝগড়া করে সত্তরোর্ধ স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ স্ত্রীর সাথে মতবিরোধের জেরে পেয়ারা গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করলেন সত্তরোর্ধ বৃদ্ধ৷ ঘটনাটি ঘটেছে শহরতলীর পশ্চিম নোয়াবাদী এলাকায়৷ মৃত ব্যক্তির নাম ললিত ঘোষ৷ বয়স একাত্তর৷ শনিবার সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়ে নিজ বাড়ির পেয়ারা গাছ থেকে৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে৷ ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় হাসপাতালে৷
জানা গিয়েছে, সত্তরোর্ধ বৃদ্ধ ললিত ঘোষের দুই ছেলে৷ এক ছেলে বিয়ে করে ব্যাঙ্গালুরুতে থাকেন৷ ঐ ছেলে বাড়িতে না আসার বিষয়টি নিয়ে ললিত ঘোষ ও তাঁর স্ত্রী প্রণতী ঘোষের মধ্যে মতবিরোধ চলছিল৷ প্রায় একমাস যাবত তাঁদের মধ্যে মতের বিরোধ৷ শুক্রবার রাতেও বৃদ্ধ দম্পতির মধ্যে বিবাদ হয়৷ তবে ঐ রাতের বিবাদ প্রচন্ডই ছিল৷ কিন্তু, বাড়ির কেউ ভাবতেও পারেননি যে সকালে ঘুম থেকে উঠেই দেখবেন পরিবারের এই বয়স্ক ব্যক্তিটি ফাঁসিতে আত্মহত্যা করবেন৷ সাত সকালে ঘুম থেকে উঠে ছেলে কার্তিক ঘোষ দেখতে পান বাবা ললিত ঘোষের মৃতদেহ ফাঁসিতে ঝুলে রয়েছে বাড়ির পেয়েরা গাছে৷ এই খবর ছড়িয়ে পড়তেই প্রতিবেশী সহ গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়৷