নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ রেল লাইনে পাহাড়ের মাটি ধসে পড়েছে৷ ধসে পড়া মাটির চাপায় এক শ্রমিকের মর্মান্তি মৃত্যু হয়েছে৷ দূর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে কুমারঘাট থানার অধীন সুকান্তনগর এলাকায়৷ মৃত শ্রমিকের নাম ভারতজয় চাকমা৷ আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও দুই শ্রমিক৷
সংবাদে প্রকাশ, গত কিছুদিন ধরেই রাজ্যে প্রবল বৃষ্টি হচ্ছে৷ নানা স্থানে জাতীয় সড়কে ও রেল লাইনে মাটি ধসে পড়ছে৷ রেল লাইনে মাটির ধস সরানোর কাজে নিযুক্ত করা হয় কিছু শ্রমিককে৷ ঠিকেদারের অধীন শ্রমিকরা এদিন কাজ করছিলেন সুকান্তনগর এলাকায়৷ আচমকা পাহাড় থেকে বড় আকারের ধস পড়ে৷ ধসের মাটির নীচে চাপা পড়ে ভারতজয় চাকমা সহ তিনজন শ্রমিক৷ মুহুর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ শ্রমিকরা বহু চেষ্টা করে ভারতজয়সহ অন্যানদের মাটির নীচ থেকে উদ্ধার করে৷ তাদের কুমারঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন হাসপাতালে পৌঁছার আগেই শ্রমিক ভারতজয় চাকমার মৃত্যু হয়৷ কুমারঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে৷ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নেওয়া হয়েছে৷ ভারতজয় চাকমার মৃত্যুতে অন্যান্য শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে৷ এদিকে, শ্রমিকরা রেলওয়ে এবং প্রশাসনের কাছে ভারতজয় চাকমার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার দাবী জানিয়েছেন৷
2017-06-11

