BRAKING NEWS

বরাদ্দ সত্বেও রেগায় কাজ বন্ধ রেখেছে রাজ্য সরকার, বিভ্রান্তি ছড়াচ্ছে শাসক দল, অভিযোগ রতন নাথের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ রেগা নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছে শাসক দল৷ কেন্দ্র রেগায় শ্রমদিবস কমিয়ে

সাংবাদিক সম্মেলনে রতন লাল নাথ৷ ছবি নিজস্ব৷

দিয়েছে বলে বাড়ি বাড়ি প্রচার করা হচ্ছে৷ অথচ বিধানসভায় গ্রামোন্নয়ন মন্ত্রীর দেওয়া তথ্যে জানা গেছে, চলতি অর্থবছরে রেগায় ১০ মে পর্যন্ত ৭১১ কোটি ৪৮ লক্ষ ৬৩ হাজার টাকা রাজ্যকে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ তাতে, নিয়ম অনুযায়ী রাজ্যে সমস্ত জব কার্ড হোল্ডারদের ৪১ দিন কাজ দিতে পারবে রাজ্য সরকার৷ কিন্তু, অধিকাংশ ব্লকেই রেগায় কাজ বন্ধ করে রাখা হয়েছে৷ কারণ, বাঁকা পথে কেন্দ্রীয় অর্থ নির্বাচনী কাজে ব্যবহার করতে চাইছে শাসক দল৷ সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে এইভাবেই তোপ দাগেন কংগ্রেস বিধায়ক রতনলাল নাথ৷
এদিন রতনবাবু বলেন, রাজ্য সরকার এবং শাসক দল প্রচার করছে রেগায় শ্রমদিবস কমিয়ে দিয়েছে কেন্দ্র৷ অথচ বিধানসভায় প্রশ্ণের উত্তরে গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া জানিয়েছেন, ২০১৭-১৮ অর্থবছরে ১০ মে পর্যন্ত রাজ্যকে ৭১১ কোটি ৪৮ লক্ষ ৬৩ হাজার টাকা দিয়েছে কেন্দ্র৷ রেগার নিয়ম অনুযায়ী, মোট বরাদ্দকৃত অর্থের ৬০ শতাংশ মজুরী বাবদ এবং ৪০ শতাংশ আনুষঙ্গিক ব্যয় হিসেবে ধরা হয়৷ সে মোতাবেক ১০ মে পর্যন্ত মোট বরাদ্দকৃত অর্থের মজুরী বাবদ ৪২৭ কোটি ২০ লক্ষ টাকা পেয়েছে রাজ্য সরকার৷ রতনবাবু বলেন, রাজ্যে মোট জবকার্ড হোল্ডারের সংখ্যা ৬ লক্ষ ৪ হাজার৷ তাদের প্রত্যেককে কাজ দেওয়া হলে একদিনের জন্য প্রয়োজন ১০ কোটি ৫০ লক্ষ টাকা৷ সেই অনুযায়ী প্রাপ্ত অর্থ দিয়ে ৪১ দিন কাজ দিতে পারবে রাজ্য সরকার৷ অথচ দেখা যাচ্ছে, চলতি অর্থবছরে রাজ্যের ৫৮টি ব্লকের মধ্যে ৪৬টি ব্লকে একদিনও কাজ হয়নি৷ এবিষয়ে তিনি বিস্তারিতভাবে জানান, ধলাই জেলায় ৮টি ব্লকের মধ্যে ৫টি তে, গোমতী জেলায় ৮টি ব্লকে, উত্তর জেলায় ৮টি ব্লকের মধ্যে ৫টি তে, সিপাহীজলা জেলায় ৭টি ব্লকে ৬টি তে, দক্ষিণ জেলায় ৮টি ব্লকের মধ্যে ৭টি তে, ঊনকোটি জেলায় ৪টি ব্লকের মধ্যে ৩টি তে, পশ্চিম জেলায় ৯টি ব্লকের মধ্যে ৮ টি তে এবং খোয়াই জেলায় ৬ টি ব্লকের মধ্যে ৪টি তে একদিনও কাজ হয়নি৷ সম্প্রতি জেলাভিত্তিক মনিটরিং কমিটির বৈঠকেও এই বিষয়ে আলোচনা হয়েছে৷ কিন্তু পদস্থ আধিকারিক এবং জনপ্রতিনিধিরা কাজ কেন হয়নি সেই বিষয়ে কোন উত্তর দিতে পারেননি৷ রতনবাবুর অভিযোগ, মানুষকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষেপিয়ে দেওয়ার জন্যই কাজ করানো হচ্ছে না৷
এদিন তিনি আরো জানান, রেগা প্রকল্পে গত কয়েকবছর ধরে বরাদ্দকৃত অর্থ অব্যয়িত রয়েছে৷ বিধানসভায় প্রশ্ণোত্তরে গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া জানিয়েছেন, ২০১৩-১৪ অর্থবছরে ৪৩ কোটি ৫৫ লক্ষ ৬৪ হাজার টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ৪৪ কোটি ৫৪ লক্ষ ৯০ হাজার টাকা, ২০১৫-১৬ অর্থবছরে ৪৬ কোটি ৫৮ লক্ষ ৯৬ হাজার টাকা অব্যয়িত রয়েছে৷ রতনবাবুর অভিযোগ, রাজ্য সরকার রেগা প্রকল্পে অব্যয়িত অর্থ বাঁকা পথে গোর্খাবস্তিস্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কে সেভিংস একাউন্টে জমা রাখছে এবং এর থেকে সুদ সংগ্রহ করছে৷ তিনি বলেন, নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্য সরকার তত দুর্নীতিতে জড়িয়ে পড়ছে৷ কিন্তু এর থেকে নিজেদের বাঁচানোর জন্য জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে রাজ্য সরকার৷ তাই তিনি রাজ্য সরকারকে সতর্ক করে দিয়ে বলেন এখনই শোধরানো না হলে আগামীদিনে এর খেসারত দিতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *