BRAKING NEWS

কদমতলায় মূল্যবান আগর কাঠ বোঝাই গাড়ি আটক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৩ মে৷৷ উত্তর জেলার ত্রিপুরা-অসম সীমান্ত কদমতলা, তারকপুর, পাচার বাণিজ্যের করিডোরে পরিণত হয়েছে৷ আর কদমতলা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ কদমতলা থানায় নতুন দায়িত্বে নয়ন মনি নমঃসূদ্র আসার পর থেকে আইনি ব্যবস্থা হ্রাস পেয়েছে৷ বৃদ্ধি পেয়েছে তির জুয়া, অবৈধ্য পাচার বাণিজ্য সহ নানা অনৈতিক কার্যকালাপ৷ তবে মাঝে মধ্যে এধরনের ছোটখাট অপারেশন করে নিজেকে জনসম্মুখে স্বচ্ছ পুলিশ অফিসার হিসাবে বহিঃপ্রকাশ করতে চান৷ তেমনি আজ কদমতলা থানাধীন লালছড়াতে টিআর০৫-২২৮৪ নম্বরের একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে প্রায় ২৫-৩০ হাজার টাকার আতর প্রস্তুত করার আগর কাঠ উদ্ধার করেন কদমতলা থানার এসআই পিযুষ কান্তী সাহা৷ তারপর গাড়ী সহ আগর কাঠগুলিকে ধর্মনগর বনদপ্তরের হাতে তুলে দেন৷ আশ্বর্য্যজনক ভাবে চালক পালিয়ে যেতে সক্ষম হয় দিনদুপুরে৷ এব্যাপারে থানার বড়বাবু নয়নমনি নমসূদ্রকে ঘটনাটি জিজ্ঞেস করলে উনি সংবাদ মাধ্যমের সামনে কোন মন্তব্য করবেন না বলে জানান৷ উত্তর জেলার পুলিশ সুপার নাকি একমাত্র সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে পারেন৷ হাইয়ার অথোরিটি নাকি এমন নির্দেশ জারি করেছে বলেও তিনি মুখে প্রকাশ করেন৷
এদিকে বনদপ্তরের কর্মী সুমন্ত লাল চাকমা জানান কদমতলা থানা উনাদেরকে খবর দিয়েছে, তাই উনারা এসে গাড়ীসহ আগর কাঠগুলিকে বাজেয়াপ্ত করে নিয়ে যান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *