BRAKING NEWS

ইভিএম হ্যাক : পাঁচ রাজ্যের নির্বাচনী কর্তৃপক্ষকে তৈরি থাকার নির্দেশ কমিশেনর

নয়াদিল্লি, ২৩ মে (হি.স.) : ইভিএম নিয়ে প্রশ্ন তোলা রাজনৈতিক দলগুলিকে ইভিএম হ্যাক করে দেখানোর চ্যালেঞ্জ জানিয়েছেন মূখ্য নির্বাচন কমিশনার | যারা ইভিএম মেশিন নিয়ে অভিযোগ জানাচ্ছেন তাঁদের আগামী ৩ জুন থেকে মেশিন হ্যাক করার ওপেন চ্যালেঞ্জ দিয়েছে কমিশন| তার জন্য ইতিমধ্যেই পাঁচ রাজ্যের নির্বাচনী কর্তৃপক্ষকে তৈরি থাকার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন|
মাস দুয়েক আগেই শেষ হয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর, গোয়া ও পঞ্জাবের নির্বাচন| ফলাফল প্রকাশের পরে বহুজন সমাজবাদী পার্টি, আম আদমী পার্টি সহ একাধিক রাজনৈকিত দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, নির্দিষ্ট প্রার্থীদের জেতাতে ইভিএম-এ মেশিনে কারচুপি করা হয়েছিল| সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন এই ওপেন চ্যালেঞ্জ করেছে| যার জন্য ওই পাঁচ রাজ্যের নির্বাচনী কতৃপর্ক্ষকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে|
এই চ্যালেঞ্জে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলিকে চারটি করে ইভিএম দেওয়া হবে| সেগুলিকেই হ্যাক করে দেখাতে হবে রাজনৈতিক দলগুলিকে| তবে আদালতের নির্দেশে সিল করা ইভিএম পরীক্ষা করতে দেওয়া হবে না| সেগুলি চ্যালেঞ্জের আওতার বাইরে | এখন দেখার আগামী ৩ জুন কমিশনের চ্যালেঞ্জ গ্রহণ করে কিনা কোনও রাজনৈতিক দল এবং সেই চ্যালেঞ্জে জয়ী হয় কোন পক্ষ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *