BRAKING NEWS

ট্রাফিক পুলিশের ভুল সিগন্যালে দূর্ঘটনায় মরণাপন্ন রিক্সা শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ মে৷৷ ট্রাফিক পুলিশের ভুল সিগন্যালের দরুন মরাণপন্ন এক রিক্সা শ্রমিক৷ দূর্ঘটনাটি ঘটেছে শনিবার রাত নয়টা নাগাদ তেলিয়ামুড়া থানার অধীন জাতীয় সড়কের নেতাজীনগর এলাকায়৷ গুরুতর জখম রিক্সা শ্রমিকের নাম সুকুমার মোদক৷ বর্তমানে তিনি আগরতলায় জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ তার অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে৷
সংবাদে প্রকাশ, সারাদিনের কায়িক পরিশ্রমের পর সুকুমার মোদক রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন৷ রাত তখন নয়টা৷ নেতাজীনগর এলাকায় পৌঁছতেই সেখানে পোস্টে কর্মরত ট্রাফিক কনস্টেবল যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন৷ ঐ ট্রাফিক কনস্টেবল হঠাৎ একটি ভুল সিগন্যাল দেন৷ তাতেই বিপত্তি৷ এএস-১১-বিসি- ৯১০৯ নম্বরের একটি ট্রাকের সাথে ঐ রিস্কার মুখোমুখী সংঘর্ষ হয়৷ রিক্সা শ্রমিক সুকুমার মোদক রিক্সা নিয়ে রাস্তার উপর ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন৷ তাকে সঙ্গে সঙ্গেই তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার অবস্থা সংকটজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ এদিকে, পুলিশ ও স্থানীয় জনগণ গাড়িটি আটক করেছে৷ প্রসঙ্গত, তেলিয়ামুড়ায় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে বহুবার অভিযোগ করা হয়েছে৷ কিন্তু, তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই ব্যাপারে কোন হেলদোল নেই৷ তাই প্রায়শই ঘটে চলেছে দূর্ঘটনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *