নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ বিরাট পদক্ষেপ৷ একসাথে ১৩ হাজার নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ বুধবার মন্ত্রিসভায় এর অনুমোদন দেওয়া হয়েছে৷ এর মধ্যে ১২ হাজার পদ সৃষ্টি করা হয়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তরে৷ বাকি ১ হাজার পদ সৃষ্টি করা হয়েছে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জন্য৷ এদিন মহাকরণে সাংবাদিক সম্মেলনে শিক্ষমন্ত্রী তপন চক্রবর্তী নতুন পদ সৃষ্টির মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷ কার্যত সুপ্রিম কোর্টের রায়ে চাকুরীচ্যুত ১০,৩২৩ জন শিক্ষককে পুনর্বাসনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ কারণ, নিয়োগের ক্ষেত্রে যে শর্ত আরোপ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ১৩ হাজার পদে নিয়োগে শিক্ষকতার যোগ্যতা বাধ্যতামূলক৷ এদিন, শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা দপ্তর এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যে ১৩ হাজার নতুন পদ সৃষ্টি করা হয়েছে তা সম্পূর্ণটাই অশিক্ষক কর্মচারীর পদ৷ এই বিষয়ে তিনি বুঝিয়ে বলেন, শিক্ষকতার কাজের বাইরে এমন গ্রুপ সি’র পাঁচটি বিভিন্ন ক্যাটাগরিতে ১২ হাজার পদ সৃষ্টি ও পূরণের অনুমোদন দেওয়া হয়েছে৷ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরেও ১ হাজার অশিক্ষক পদ সৃষ্টি করা হয়েছে৷ অশিক্ষক পদ হলেও শিক্ষকতার অভিজ্ঞতা বাধ্যতামূলক কেন করা হয়েছে তা নিয়েই প্রশ্ণ উঠেছে৷ কারণ, শিক্ষকতা করছেন না এমন শিক্ষিত বেকররা এই পদে চাকুরীর জন্য আবেদন করতে পারবেন না৷
এর মধ্যে রয়েছে, অ্যাকাডেমি কাউন্সেলর -এর ১২০০টি পদ, স্টুডেন্টস কাউন্সেলর এর ৩৪০০ টি পদ, সুকল লাইব্রেরি এসিস্ট্যান্টএর ১৫০০ টি পদ, হোস্টেল ওয়ার্ডেন এর ৩০০টি পদ এবং সুকল এস্টিস্ট্যান্ট এর ৫৬০০ টি পদ৷ তিনি জানান, খুব দ্রুত এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু করা হবে৷ এজন্য দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে৷ উল্লেখ্য, অ্যাকাডেমিক কাউন্সেলর পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতকোত্তর এবং থাকতে হবে ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা৷ এই পদের বেতনক্রম হবে পে ব্যান্ড ২(৫৭০০-২৪০০০ টাকা ও গ্রেড পে ৪২০০ টাকা)৷ স্টুডেন্সস কাউন্সেলর পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক এবং সঙ্গে ৫ বছরের শিক্ষাকতার অভিজ্ঞতা৷ এই পদে বেতনক্রম হবে পে ব্যান্ড-২ (৫৭০০-২৪০০০ টাকা ও গ্রেড পে ২৮০০ টাকা)৷ সুকল লাইব্রেরি এসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক এবং সঙ্গে ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা৷ এই পদে বেতনক্রম হবে পে ব্যান্ড -২ (৫৭০০-২৪০০০ টাকা ও গ্রেড পে ২৮০০ টাকা)৷ হোস্টেল ওয়ার্ডেন পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক এবং সঙ্গে থাকতে হবে ৫ বছরের শিক্ষাকতার অভিজ্ঞতা৷ এই পদে বেতনক্রম হবে পে ব্যান্ড -২ (৫৭০০-২৪০০০ টাকা ও গ্রেড পে ২৮০০ টাকা)৷ সুকল এসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হবে অস্নাতক এবং সঙ্গে ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা৷ এই পদে বেতনক্রম হবে পে ব্যান্ড -২২(৫৭০০- ২৪০০০ টাকা ও গ্রেড পে ২২০০ টাকা)৷ তিনি বলেন, রাজ্য সরকার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গুণগতমান শিক্ষা প্রদানের লক্ষ্যে নিরলস প্রয়াস জারি রেখেছে৷ প্রাথমিকসতরে বিদ্যালয়ের শিশুদের স্বাস্থ্য পরিষেবা প্রদানের উপরও জোর দিয়েছে রাজ্য সরকার৷ এই বিষয়ে রাজ্য সরকার সময়ে সময়ে বিভিন্ন পদক্ষেপও নিয়েছেন৷ ফলস্বরূপ ২০১১ সালে দেশের আদমসুমারি অনুযায়ী ত্রিপুরা সাক্ষরতায় চতুর্থ স্থানে ছিল এবং বর্তমানে এই সাক্ষরতার হার ৯৭ শতাংশে দাঁলিয়েছে৷
রাজ্য সরকার সরকারী বিদ্যালয়গুলিতে পরিকাঠামোগত সুযোগ-সুবিধা প্রদান, মিড -মে মিলের গুণমান বৃদ্ধি, ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাঠ্যবই ও পোশাক বিতরণের উপর সর্বাধিক প্রাধান্য দিয়েছে৷ এই ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীদের পড়াশুনার মান্নোনয় পদ্ধতির তদারকির জন্য একটি পরিকল্পিত কর্মসূচি নেওয়া প্রয়োজন বলে রাজ্য সরকার মনে করে৷ তিনি বলেন, শিক্ষা অধিকার আইন এর নির্দেশানুসারেই গুণগত শিক্ষাদানের লক্ষ্যে কোনও শিক্ষক শিক্ষকতার কাজ ছাড়া অন্য কোনও কাজে যাতে যুক্ত না থাকেন, সেই উদ্দেশ্যেই এই ১২,০০০ অশিক্ষক কর্মচারীর পদ সৃষ্টি করা হল৷ তিনি জানান, আজ মন্ত্রিসভার বৈঠকে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে ১ হাজার আর্লি চাইন্ডহুড কো-অর্ডিনেটর পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এছাড়াও সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের এডহক ভিত্তিতে ১৯৯১ ও ১৯৯২ সালে সুপারভাইজার, সোস্যাল এডুকেশন অর্গানাইজার এবং সুপারিনটেনডেন্ট পদে যেসব কর্মী নিয়োগ করা হয়েছিল তাদেরকে নিয়মিত করার সিদ্ধান্ত আজ মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে৷ মন্ত্রিসভার বৈঠকে এছাড়াও আইন দপ্তরের স্টেট লিগ্যাল সার্ভিসে বিভিন্ন ক্যাটাগরিতে ১১ টি পদ সৃষ্টির অনুমোদনও দেওয়া হয়েছে৷ এছাড়াও রেশনিং ব্যাবস্থায় মুশুর ডাল এবং সরষের তেলের ভর্তুকি মাসিক ৫০ টাকা থেকে বৃদ্ধি করে ৬৫ টাকা করার সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান৷
2017-05-18

