BRAKING NEWS

তিন তালাক ১৪০০ বছরের পুরনো বিশ্বাস, সুপ্রিম কোর্টে মুসলিম ল বোর্ড

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.) : তিন তালাকের সমর্থনে অযোধ্যায় রামের জন্মের প্রসঙ্গ তুলল অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ড| তিন তালাক ইসু্যতে সুপ্রিম কোর্টে মঙ্গলবার চতুর্থ দিনের শুনানিতে মুসলিম ল বোর্ড দাবি করে, তিন তালাক ১৪০০ বছরের পুরনো বিশ্বাস| মুসলিম সমাজ যা মেনে আসছে| সুতরাং সাংবিধানিক নৈতিকতা বা সাম্যের প্রশ্নই ওঠে না| |
তিন তালাক, নিকাহ হালালা, বহুবিবাহ প্রথা চ্যালেঞ্জ করে পেশ হওয়া একগুচ্ছ পিটিশনের সুপ্রিম কোর্টের বেঞ্চে শুনানির চতুর্থ দিন আজ| সেখানে তিন তালাকের শুনানিতে এদিন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চে বোর্ডের হয়ে সওয়াল করতে উঠে আইনজীবী কপিল সিব্বল হিন্দু বিশ্বাসের প্রসঙ্গ তুলেবলেন, হিন্দুরা যেমন অযোধ্যায় রামের জন্ম হয়েছিল বলে বিশ্বাস করেন, তেমনই মুসলিমরাও তিন তালাক মানেন| হিন্দুদের বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা না গেলে, মুসলিমদের তিন তালাকে আস্থা নিয়েও প্রশ্ন উঠতে পারে না|
তিনি বলেন, ৬৩৭ সাল থেকে তিন তালাক চালু রয়েছে| আমরা বলার কে, যে এটা অ-ইসলামিয়, অসাংবিধানিক! গত ১৪০০ বছর ধরে তিন তালাক প্রথা মানছেন মুসলিমরা| এটা বিশ্বাসের ব্যাপার| সুতরাং এর মধ্যে সাংবিধানিক নৈতিকতা, সমতার প্রশ্নই ওঠে না| তিনি আরও বলেন, আমি যদি এটা বিশ্বাস করি যে, রাম অযোধ্যায় জন্মেছিলেন, তাহলে সেটা নিছকই বিশ্বাসের ব্যাপার| তার মধ্যে সাংবিধানিক বৈধতা, যৌক্তিকতার প্রশ্নই নেই| তিনি এও বলেন, তিন তালাকের উত্স খুঁজে পাওয়া যাবে হাদিসে, পয়গম্বর মহম্মদের আমলের পর থেকে তার সূচনা|
এদিকে সোমবারই অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি বলেন, তিন তালাক প্রথা যদি সুপ্রিম কোর্ট অসাংবিধানিক বলে খারিজ করে দেয়, মুসলিমদের বিয়ে ও বিবাহবিচ্ছেদ নিয়ন্ত্রণের জন্য নতুন আইন আনবে কেন্দ্র|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *