BRAKING NEWS

ইমাম বরকতিকে ভারত থেকে বিতাড়িত করার দাবি তুলল বিজেপি

কলকাতা, ১১ মে (হি.স.) : দেশ বিরোধী মন্তব্য প্রকাশের জন্য টিপু সুলতান মসজিদের শাহী ইমাম বরকতিকে ভারত থেকে বিতাড়িত করা দাবি তুলল রাজ্য বিজেপি| বৃহস্পতিবার বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলনে এই দাবি তুলে দলের সাধারণ সম্পাদক প্রতাপ ব্যানার্জি বলেন, ইমাম বরকতি লাগাতার দেশ বিরোধী মন্তব্য করে চলেছেন, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীরব ভূমিকা পালন করছেন| তিনি বলেন, পশ্চিমবঙ্গ তো ভারতের একটি রাজ্য| অথচ এই রাজ্যে বাস করে দেশের আইনকে চ্যালেঞ্জ জানাবেন, এটা মেনে নেওযা যাবে না| দেশ বিরোধীদের দেশে থাকার কোন অধিকার নেই| অবিলম্বে ইমাম বরকতিকে দেশ থেকে বিতাড়িত করতে হবে| তিনি আরও বলেন, সম্প্রতি ইমাম বরকতির মন্তব্য ও লালবাতি নিয়ে গাড়িতে যাওয়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ জানানো হয়েছে| একই সঙ্গে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও অভিযোগ জানানো হয়েছে|
এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আগামী ২৫ মে দলের ‘লালবাজার ঘেরাও’ অভিযানে বরকতিকে গ্রেফতারের দাবিও জানানো হবে| রাজ্য সরকার একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে পদক্ষেপ করতে ভয় পাচ্ছে| সরকার অনুমতি দিলে প্রয়োজনে বিজেপির বরকতিকে লালবাজারে ধরে আনার ক্ষমতা রয়েছে|
ইমামের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে ও রাজ্য সরকারের উদাসীনতার বিরুদ্ধে আগামী ২৫ মে লালবাজার অভিযানে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়র নেতৃত্বে ওই মিছিলে পা মেলাবেন রাহুল সিনহা, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায় সহ প্রমুখ নেতৃবৃন্দ| এদিনের সাংবাদিক সম্মেলনে দলের মহিলামোর্চার নেত্রী লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন, ভারতবিরোধী মন্তব্য করা সত্ত্বেও বরকতির বিরুদ্ধে কেন মামলা করল না পুলিশ-প্রশাসন? তবে কি এক্ষেত্রে ভয় পেয়েছে রাজ্য সরকার? বিশেষ সম্প্রদায়ের সদস্য হওয়ার জন্যই কি তাঁকে ছাড় দেওয়া হল বলে প্রশ্ন তুলেছেন বিজেপি নেত্রী|
রায়গঞ্জে হেলমেট না পরে বাইক চালানো নিয়ে পুলিশ প্রশাসন যে মামলা করেছে, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, হেলমেট না পড়লে বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধে মামলা হয়, কিন্তু পার্ক সার্কাস-খিদিরপুরের মতো এলাকায় হেলমেট না পরে বাইক চালানোটা দস্তুর বানিয়ে ফেলেছেন একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ| আগে ইমাম বরকতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করুক সরকার, তাহলে আমরাও প্রয়োজনীয় জরিমানা দেব| বৃহস্পতিবার এমনই চাঁচাছোলা ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করলেন মহিলামোর্চার রাজ্য সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়| তিনি আরও বলেন, ইমাম বরকতি আসলে মুসলিম সমাজের কলঙ্ক| ওঁর মতো গুটিকয়েক মানুষের জন্য একটি সম্প্রদায়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে| অবিলম্বে তাঁকে গ্রেফতার করতে হবে| ইমাম বরকতি তাঁর গাড়ি লালবাতি খুললে তবেই তিনি বাইকে ওঠার আগে হেলমেট পরবেন বলেও এদিন সাফ জানিয়ে দিলেন তিনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *