BRAKING NEWS

দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনশনে বহিষ্কৃত আপ নেতা কপিল মিশ্র

নয়াদিল্লি, ১০ মে (হি.স.) : দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনশনে বসলেন বহিষ্কৃত আপ নেতা কপিল মিশ্র| বেশ কয়েকজন আপ নেতার বিদেশ ভ্রমণের খরচ সম্পর্কে জানতে চেয়ে, সংশয় দূর না হওয়া পর‌্যন্ত অনশনের হুমকী দিয়ে ৱুধবার দিল্লিতে অনশন সত্যাগ্রহ শুরু করেন কপিল মিশ্র | তাঁকে প্রাণনাশের হুমকি দিলেও তাঁর লড়াই চলবে বলে জানিয়েছেন ওই আপ নেতা|
কপিল মিশ্র জানান, আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে| কিন্তু এতে আমি ভয় পাইনি| এদিন থেকে শুরু হল আমার সত্যাগ্রহ| যতদিন পর‌্যন্ত কিছু নেতার বিদেশ ভ্রমণের খরচ সম্পর্কে সব সংশয় দূর হবে, ততদিন চলবে এই অনশন| তিনি সাফ ঘোষণা করেন, মুখে একটা খাবারের দানাও কাটা হবে না, যতক্ষণ পর‌্যন্ত আপ নেতাদের যথেচ্ছ বিদেশ ভ্রমণের টাকার উত্সের উত্তর মিলবে|
একইসঙ্গে টুইটারে পোস্ট করা দ্বিতীয় চিঠিতে কপিল উল্লেখ করেছেন, কেজরিওয়াল সবসময়ই বলতেন নির্বাচনে লড়াই করার মত অর্থ দলের কাছে নেই| সেখানে একাধিক বিদেশ ভ্রমণের টাকা কোথা থেকে এল তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি| গত দুবছরে সঞ্জয় সিং, আশিষ খৈতান, সত্যেন্দ্র জৈন, রাঘব চাড্ডা এবং দুর্গেশ পাঠকের বিদেশ ভ্রমণের টাকার উত্স নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন| এমনকী এই বিদেশ ভ্রমণের সঙ্গে আর্থিক দুর্নীতির যোগ আছে বলেও মনে করেন তিনি|
উল্লেখ্য, মঙ্গলবারই সিবিআইয়ের কাছে কেজরিওয়াল ও সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করেন কপিল| তাঁর অভিযোগ, কেজরিওয়াল ও সত্যেন্দ্র জৈন জমি কেলেঙ্কারিতে জড়িত রয়েছেন| তাছাড়াও দলের নেতাদের বিদেশ ভ্রমণের খরচ পার্টি ফান্ড থেকেই নেওয়া হয়েছে| দিল্লির মুখ্যমন্ত্রীকে তাঁর বিরুদ্ধে ভোটে লড়ার চ্যালেঞ্জও জানান কপিল মিশ্র|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *