নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ বধূ হত্যার দায়ে এক ব্যক্তিকে সাত বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত করল আদালত৷ শনিবার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক সিধাই থানাধীন দক্ষিণ তারানগরে গৃহবধূ ববিতা মন্ডলকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে তার স্বামী কার্তিক মন্ডলকে ভারতীয় দন্ডবিধি ৪৯৮ এ ধারায় তিন বছরের এবং ৩০৪ বি ধারায় সাত বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন৷ দুটি ধারায় সাজা একত্রে চলবে৷
উল্লেখ্য, ২০১২ সালের ২ অক্টোবর স্ত্রী ববিতা মন্ডলের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন তার স্বামী কার্তিক মন্ডল৷ তাতে ঐ গৃহবধূর মৃত্যু হয়৷ এই ঘটনায় প্রয়াতা ববিতা মন্ডলের মা যাবতী সরকার সিধাই থানায় জামাতা এবং মেয়ের শ্বশুর বাড়ির মোট পাঁচ জন সদস্যের বিরুদ্ধে মামলা করেন৷ কার্তিক মন্ডলের মা সীমা মন্ডল, ভাই গণেশ মন্ডল এবং বৌদি সবিতা মন্ডলের বিরুদ্ধে মামলা করা হয়েছিল৷ মামলার পরিপ্রেক্ষিতে কার্তিক মন্ডলকে পুলিশ গ্রেপ্তার করে৷ তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশীট জমা দেয়৷ এরপর থেকে আদালতে শুনানি শুরু হয়৷ মোট ১৭জন এই মামলায় সাক্ষী দিয়েছেন৷ আজ এই মামলায় আদালত সাজা ঘোষণা করেন৷