BRAKING NEWS

তেইশ দফা দাবীতে বিক্ষোভ মিছিল, সভা ও মুখ্যসচিবকে ডেপুটেশন আইএনটিটিইউসি’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ ২৩ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দেবে ভারতীয় জাতীয় তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস৷ আগামী ৩রা মে শহরে মিছিল সংগঠতি করা হবে৷ তারপর ওরিয়েন্ট চৌমুহনীতে সমাবেশ করা হবে৷ রবিবার আগরতলায় তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের সভাপতি সমর রায়৷ শ্রীরায় রাজ্য সরকারের বিরুদ্ধে শ্রমিক, শিক্ষক কর্মচারীদের বঞ্চনার অভিযোগ করেছেন৷ তিনি বলেন, রাজ্য সরকার সরকারী কর্মচারীদের আর্থিক ভাবে দীর্ঘদিন ধরে বঞ্চিত করে চলেছে৷ শুধু তাই নয় সংগঠন দাবী করেছে পে এন্ড পেনশন রিভিশন কমিটি বাতিল করে ৭ম বেতন কমিশনের সুপারিশ কার্য্যকর করার৷
যে তেইশ দফা দাবীতে এই বিক্ষোভ মিছিল ও মুখ্য সচিবের কাছে ডেপুটেশন আন্দোলন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে সেই দাবীগুলির মধ্যে রয়েছে, সংশোধিত মোটর ভ্যাহিক্যাল অ্যাক্ট অনুযায়ী বর্ধিত কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে৷ সর্বস্তরের মোটর শ্রমিকদের সার্বিক স্বার্থ সুরক্ষয় পদক্ষেপ গ্রহণ করা শ্রমিকদের স্বাধীন ভাবে ট্রেড ইউনিয়ন করার অধিকার সুরক্ষার পদক্ষেপ নিতে হবে৷ সর্বস্তরের শ্রমিকদের দৈনিক মজুরী বৃদ্ধি করতে হবে ও পুটপাত হকারদের স্বার্থে স্ট্রীট ব্যান্ডার আইন অবিলম্বে চালু করতে হবে৷ পিএসইউ এবং জুটমিলের অবসরপ্রাপ্ত সহ সর্বস্তরের শ্রমিক কর্মচারীদের আর্থ সামাজিক নিরাপত্তার লক্ষ্যে ইপিএফে পেনশনের পরিবর্তে ১৯৯৫ সাল থেকে সরকারী কর্মচারীদের ন্যায় পেনশন প্রদানের ব্যবস্থা করতে হবে৷ ত্রিপাক্ষিক চুক্তি মোতাবেক চা শ্রমিকদের গৃৃহ নির্মাণের কর্মসূচী বাস্তবায়িত করতে হবে৷ এমজিএন রেগায় যুক্ত সংশ্লিষ্ট মজুরী ২৫০ টাকা করতে হবে৷ চাকুরীচ্যুত ১০,৩২৩ জন শিক্ষকদের ভবিষ্যৎ কর্মসংস্থানে সরকারের গৃহীত ধ্যান ধারনা ও পরিকল্পনা প্রেক্ষাপটে শ্বেতপত্র প্রকাশ করতে হবে৷ চাকুরীচ্যুত বিএলওদের নির্বাচন কমিশনের সাথে যুক্তকর্মকান্ড থেকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে৷ ওয়াক ইন ইন্টারভিউর নামে প্রহশনাত্মক নিয়োগ প্রথা বাতিল করে নিয়োগ নীতি প্রণয়নের মাধ্যমে সরকারী সকল শূন্যপদ পূরণ করতে হবে৷ রোজভ্যালী সহ সকল চিটফান্ডের দ্বারা প্রতারিত সকল আমানতকারীদের অর্থ ফেরৎ দেওয়ার ব্যবস্থা করা সহ চিটফান্ডের দ্বারা প্রতারিত সকল আমানতকারীদের অর্থ ফেরৎ দেওয়ার ব্যবস্থা করা সহ চিটফান্ড কেলেঙ্কারির সিবিআই তদন্ত করতে হবে৷ কৃষকদের ১ লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করতে হবে এবং তাদের বিনামূল্যে সার, বীজ সহ সংশ্লিষ্ট উপকরণ বিনামূল্যে প্রদান করতে হবে৷ চা শ্রমিকদের দৈনিক মজুরী বৃদ্ধি করে ২০০ টাকা করা সহ সংশোধিত অন্যান্য সুযোগ সুবিধা যথাযথ প্রদান করতে হবে ইত্যাদি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *