BRAKING NEWS

পাকিস্তানে হিন্দু মন্দিরে ভাঙচুর, তদন্ত শুরু করেছে পুলিশ

করাচি, ২৯ এপ্রিল (হি.স.): বাংলাদেশের পর এবার পাকিস্তানে ভাঙচুর করা হল হিন্দু মন্দির| শনিবার পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের থাট্টা জেলার ঘারো শহরের হিন্দু মন্দিরে বিশেষ পুজো হওয়ার কথা ছিল, তার আগে শুক্রবার সন্ধ্যায় ভাঙচুর চালানো হয় মন্দিরে|

শনিবার পুলিশের তরফে জানানো হয়েছে, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে| প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, ধর্মীয় আক্রোশের কারণেই হয়তো হিন্দু মন্দিরটি ভাঙচুর করা হয়েছে| থাট্টা জেলার এসএসপি ফিদা হুসেন মাস্তোই জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে| পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *