BRAKING NEWS

গ্রাম সংসদেও দলবাজী পঞ্চায়েত সদস্যাকে মারধর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ এপ্রিল৷৷ গ্রাম সংসদে পঞ্চায়েত সদস্যাকে শারীরিক ভাবে হেনস্থা ও প্রাণনাশের হুমকির ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে বিশালগড়ের পুরাতন রাজনগর৷ এই ব্যাপারে পঞ্চায়েত সদস্যা আদরী দাস থানায় একটি অভিযোগ দায়ের করেছেন পার্থ দাস ও ক্ষিতিশ দে নামে দুইজনের বিরুদ্ধে৷ জানা গিয়েছে অভিযুক্তরা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী৷
সংবাদে প্রকাশ, পূর্ব ঘোষিত সূচী অনুযায়ী মঙ্গলবার রাজনগর পঞ্চায়েতের গ্রাম সংসদ হয়৷ এই গ্রাম সংসদে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন সক্রিয় কর্মীও উপস্থিত ছিলেন৷ তারা পঞ্চায়েত সদস্য আদরী দাসকে শারীরিক ভাবে নিগ্রহ করে বলে অভিযোগ৷ পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে গ্রাম সংসদের বিষয়ে এলাকার লোকজনকে উপস্থিত থাকার জন্য মৌখিক প্রচারের দায়িত্ব ছিল সদস্যা আদরী দাসের উপর৷ কিন্তু, আদরী দাস তার দলের পছন্দের লোকদের ঐ গ্রাম সংসদে উপস্থিত থাকার জন্য বলে আসেন৷ গ্রাম সংসদকে রাজনৈতিক রং দেওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেন এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা৷ এনিয়ে গ্রাম সংসদে প্রতিবাদ জানায় তৃণমূলীরা৷ পঞ্চায়েত সদস্য আদরী দাসের সাথে প্রথমে তর্ক বিতর্ক হয়৷ পরে শারীরিক নিগ্রহের ঘটনা ঘটে৷ এনিয়ে গ্রাম সংসদে ধুন্ধুমার কান্ড ঘটে যায়৷ পরে ঐ পঞ্চায়েত সদস্য থানায় একটি মামলা দায়ের করে৷ যদিও পুলিশ ঘটনার চবিবশ ঘন্টা পরও কাউকেই গ্রেপ্তার করেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *