BRAKING NEWS

তনুশ্রী হত্যা মামলায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালতে ধর্ণা মহিলাদের, স্বামী জেল হাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহরের ধলেশ্বর এলাকার গৃহবধূ তনুশ্রী রায় চৌধুরী হত্যা

তনুশ্রী রায় চৌধুরী হত্যা মামলায় অভিযুক্তদোর সর্বোচ্চ শাস্তির দাবীতে মৃতার পরিবার ও এলাকাবাসী আদালত চত্বরে ধর্ণা দেন৷ ছবি নিজস্ব৷

মামলায় প্রধান অভিযুক্ত তথা মৃতার স্বামী দিপ্তনু রায় চৌধুরীকে পুলিশ মঙ্গলবার আদালতে তুলেছে৷ আদালত দিপ্তনুকে চৌদ্দ দিনের জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে৷ অন্যদিকে, এই হত্যা মামলায় অভিযুক্ত দিপ্তনু রায় চৌধুরী ও তার মা-বাবার সর্বোচ্চ শাস্তির দাবীতে এদিন আদালত চত্বরে ধর্ণা প্রদর্শন করেছেন মৃতার পরিবারের লোকজন এবং এলাকার মহিলারা৷ তাদের দাবী দিপ্তনু রায় চৌধুরী ও তার মা বাবাকে ফাঁসির সাজা ঘোষণা করা হোক৷ এই দাবী নিয়ে এদিন আদালত চত্বরো জোরা আওয়াজ তুলেন তারা৷ প্রসঙ্গত, রাজধানী আগরতলা শহরের ধলেশ্বর এলাকার গৃহবধূ তনুশ্রী রায় চৌধুরীকে শহরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয় শরীরে বিষক্রিয়া হয়েছে বলে৷ সেখানেই তাঁর মৃত্যু হয়৷ মৃতার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বক্তব্য তনুশ্রী মুখে মাস্ক না পড়ে পাখীর খাচায় কীটনাশক দিয়েছিল৷ তাতেই সে অসুস্থ হয়ে পড়ে৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়৷
অন্যদিকে, মৃতার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ পরিকল্পিত ভাবে তনুশ্রীকে হত্যা করা হয়েছে৷ মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছিল৷ যাতে সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পরে৷ আর হয়েছেও তাই৷ মৃতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ পেয়ে পুলিশ গ্রেপ্তার করে স্বামী দিপ্তনু রায় চৌধুরীকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *