BRAKING NEWS

ভোটে জিততে বুথ জয়ের লক্ষ্যে বিজেপি ঝাপাবে সর্বশক্তি নিয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ নির্বাচনে জয়ী হতে গেলে প্রত্যেকটি বুথ জিততে হবে, দলীয় নেতা কর্মীদের মহামন্ত্র দিলেন বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব৷ তাঁর সাফ কথা, দলের শীর্ষ নেতৃত্বরা ত্রিপুরার জন্য আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ঝাঁপাবেন৷ তাই ঘরে বসে না থেকে বুথস্তর পর্যন্ত জয় সুনিশ্চিত করতে হবে৷ তবেই, দীর্ঘদিনের বামফ্রন্ট সরকারকে গদি থেকে উৎখাত করা সম্ভব, দৃঢ়তার সাথে বলেন রাম মাধব৷
রবিবার ধর্মনগরে বিজেপি প্রদেশ কাযকারিণী বৈঠক সমাপ্ত হয়েছে৷ এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে দলের সাধারণ সম্পাদক রাম মাধব শুরুতেই দলীয় নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করার উদ্দেশ্যে বলেন, আগামী বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরায় আসবেন৷ নির্বাচনের বেশ কয়েক মাস বাকি থাকতেই প্রধানমন্ত্রীর রাজ্য সফর নিয়ে আগাম ঘোষণার বিষয়ে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছেন, সর্বত্রই যখন মোদী জোয়াড়ে ভাসছে, সেখানে তাঁর রাজ্য সফরকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে বাড়তি উন্মাদনা থাকবে তা ভালই উপলব্ধি করতে পেরেছিলেন পুড় খাওয়া রাজনীতিবিদ শ্রীমাধব৷ এদিন তিনি আরও জানিয়েছেন, ২০১৮ বিধানসভা নির্বাচনকে দলের শীর্ষ নেতৃত্বরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন৷ তাঁর দাবি, নির্বাচন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী, দলের সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বরা র্যালী করবেন৷ কারণ, বিজেপি’র লক্ষ্য ত্রিপুরায় ক্ষমতার পরিবর্তন৷
এদিন তিনি বলেন, বামফ্রন্ট সরকার রাজ্যকে বিপদের মুখে ঠেলে দিয়েছে৷ তাতে রাজ্যবাসী আশাহত৷ তাঁর দাবি, আমরা রাজনীতির আশার ফলাফল৷ আমরা আশার রাজনীতিকে প্রতিনিধিত্ব করি৷ তাই মানুষ আমাদের উপর নির্ভরশীল এবং তাদের নির্ভরতার মূল্য দিতেই হবে৷ তিনি পরামর্শ দিয়ে বলেন, আশাকে বাস্তবতায় রূপান্তরের লক্ষ্যে তা ভোটের মাধ্যমে পরিবর্তন করতে হবে৷ রাম মাধব জোর দিয়ে বলেন, শক্তিশালি নেতৃত্ব, সংগঠন এবং মানুষের সহযোগিতা বিজেপি’র সাথে রয়েছে৷ ফলে, এখন সকলকে একজোট হয়ে সততার সাথে নির্বাচনে জয়ের লক্ষ্যে ঝাঁপাতে হবে৷
রাজ্য নেতৃত্বের উদ্দেশ্যে বলেন, স্থানীয় সমস্যাগুলি সামনে আনতে হবে৷ শুধু তাই নয়, সজ্জন লোক যারাই বামেদের প্রতি বীতশ্রদ্ধ তাঁদের কাছে যেতে হবে৷ এদিন তিনি দাবি করেন, সমাজের ভাল অংশের মানুষ এখন বিজেপি’র প্রতি তাঁদের আস্থা প্রদর্শন করছেন৷ তাঁদেরকে সামনের সারিতে নিয়ে আসতে হবে৷ তবেই, তাঁদের সহায়তায় রাজ্যে পরিবর্তন আনা সম্ভব হবে বলে দাবি করেন তিনি৷
এদিন রাম মাধব নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বুথ জয় করতে হবে৷ তবেই নির্বাচনে জয় সম্ভব৷ আসলে, বুথস্তর পর্যন্ত জয় সুনিশ্চিত করা সম্ভব না হলে, বামেদের নির্বাচনে পরাজিত করা মুশকিল, তা ভালই উপলব্ধি করতে পেরেছেন৷ ধারণা করা হচ্ছে, এজন্যই ত্রিপুরা দখলের লক্ষ্যে বিজেপি বুথস্তর পর্যন্ত জয় সুনিশ্চিত করতে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *