BRAKING NEWS

দিল্লি পুরনিগমের নির্বাচনের আগে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত পাচারকারী

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.) : রবিবার দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে ভোট| তার আগেই অবৈধ অস্ত্র পাচারকারী চক্রের হদিশ পেল দিল্লি পুলিশ| শুক্রবার তাইয়াব নামে এক ব্যক্তিকে মথুরা রোডের হরকেশ নগর বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়েছে| তার কাছ থেকে ২০টি সেমি-অটোমেটিক বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ| ৭.৬৫ এমএম পিস্তলগুলোতে লেখা ছিল ইউএসএ ৩২| গোপনসূত্রে খবর পেয়েই এই অভিযান চালিয়েছে পুলিশ|

মধ্যপ্রদেশ এবং বিহার থেকে বেআইনি অস্ত্র প্রস্তুতকারকরা বহুদিন ধরেই দিল্লি ও উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গার অস্ত্র পাচার করছিল| ২৫ বছর বয়সী তাইয়াবকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, হরকেশ নগরের এক ব্যক্তি ও মথুরার তিন বাসিন্দাদের হাতে পিস্তলগুলো তুলে দেওয়ার কথা ছিল তাইয়াবের| খবর পেয়েই তাকে হাতেনাতে ধরে তাঁরা| এর আগেও এনসিআর, উত্তরপ্রদেশ এবং হরিয়ানায় অস্ত্র পাচার করেছে বলে পুলিশের কাছে সে জানায়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *