BRAKING NEWS

অরুণাচলে ভূমিধস, হত তিন শ্রমিক

ইটানগর (অরুণাচল প্রদেশ), ২২ এপ্রিল (হি.স.) : অরুণাচল প্রদেশের কারাদাদির জেলার পালিনে ভূমিধসে মৃতু্য হল তিন শ্রমিকের| ঘটনাটি ঘটেছে শনিবার সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ | পালিন এলাকায় একটি গার্ডওয়াল নির্মাণে নিয়োজিত ছিলেন ওই তিন শ্রমিক | নিহতদের বাড়ি অসমের লখিমপুর জেলার হারমতিতে বলে পুলিশ সূত্রের খবর|

অন্যান্যদের সঙ্গে লখিমপুরের এই তিন শ্রমিকও পালিনের একটি সড়কে গার্ডওয়াল নির্মাণের কাজে ব্যস্ত ছিলেন| কিন্তু আচমকা নির্মীয়মাণ ওই দেওয়ালে ধস নামে| এতে তিনজন দেওয়ালের নীচে চাপা পড়ে যান| সঙ্গে সঙ্গে তাঁদের মাটির নীচ থেকে উদ্ধার করতে হাত লাগান সঙ্গীরা| তাঁদের বেরও করেন| তবে জীবিতাবস্থায় নয়, মৃত| নিহতরা লখিমপুর জেলার হারমতি এলাকার নুরুল হক (৩৫), ইলিয়াস আলি (৩৫) এবং সইফুল ইসলাম (৪০) | ইতিমধ্যে তিনজনের মৃতদেহ জেলা হাসপাতালে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দিয়েছে পুলিশ|

পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট গার্ডদেওয়াল নির্মাণের ঠিকাদারের মধ্যমে নিহতদের পরিবারবর্গের কাছে খবর পাঠানো হয়েছে| ময়নাতদন্তের পর তাঁদের নিজের নিজের নিকট আত্মীয়ের হাতে তিন মৃতদেহ তোলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে| এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ এক মামলা রুজু করেছে বলে জানা গেছে| সপ্তাহজোড়া ধারা বৃষ্টির ফলে এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *