কর্নাটকে লাইনচু্যত প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন ও ৩টি বগি, প্রত্যেক যাত্রীই সুরক্ষিত

বেঙ্গালুরু, ২১ এপ্রিল (হি.স.): পুনরায় লাইনচু্যত হল ভারতীয় রেল| শুক্রবার ভোররাতে কর্নাটকের কালাগাপুর ও ভালকি স্টেশনের মাঝে লাইনচু্যত হয়ে যায় ঔরাঙ্গাবাদ-হায়দরাবাদ প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি| তবে, স্বস্তি হল এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই|

সাউথ সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক এম ঊমা শঙ্কর কুমার জানিয়েছেন, ভোররাত তখন ১.৫০ মিনিট হবে| কর্নাটকের কালাগাপুর ও ভালকি স্টেশনের মাঝে লাইনচু্যত হয়ে যায় ঔরাঙ্গাবাদ-হায়দরাবাদ প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি| প্যাসেঞ্জার ট্রেন লাইনচু্যত হওযায় কোনও যাত্রীই আহত হননি| প্রত্যেকেই সুরক্ষিত আছেন|

প্যাসেঞ্জার ট্রেন কি কারণে লাইনচু্যত হল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি| রেল কর্তৃপক্ষের তদারকিতে তদন্ত শুরু হয়েছে| দুর্ঘটনার পরই রেলের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়| হায়দরাবাদের জন্য হেল্পলাইন নম্বর-০৪০-২৩২০০৮৬৫, পারলির জন্য হেল্পলাইন নম্বর-০২৪৪৬-২২৩৫৪০, ভিকারাবাদের জন্য হেল্পলাইন নম্বর-০৮৪১৬-২৫২০১৩ এবং বিদারের জন্য হেল্পলাইন নম্বর-০৮৪৮২-২২৬৩২৯|

এই নিয়ে চলতি মাসে দ্বিতীয় ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকল ভারতীয় রেল| গত ১৫ এপ্রিল উত্তর প্রদেশের রামপুরের কাছে লাইনচু্যত হয়ে যায় মেরঠ-লখনউ রাজ্যরানি এক্সপ্রেসের মোট ৮টি কামরা| ওই রেল দুর্ঘটনায় আহত হন অন্তত ১৫ জন যাত্রী| তার আগে, গত ৩০ মার্চ ভোররাতে মাহোবায় মহাকৌশল এক্সপ্রেসের ৮টি কামরা লাইনচু্যত হয়েছিল| জবলপুর থেকে দিল্লি যাচ্ছিল ট্রেনটি| সেবার ২৫ জন যাত্রী জখম হয়েছিলেন|