BRAKING NEWS

সিপিএমের সর্বোচ্চ স্তরের বৈঠকেও প্রাধান্য রাজ্যের ইস্যু, বাড়ছে রাজনৈতিক উত্তাপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল হয়ে উঠায় চিন্তিত শাসক দল৷ এই অবস্থায় প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষীয় দল নির্বাচনকে সামনে রেখে তাদের কৌশল চূড়ান্ত করতে ব্যস্ত৷ বিজেপির ঝাপটা এড়াতে ক্ষমতাসীন সিপিআইএম আগামী দুই একদিনে বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারে বলে ধারনা করা হচ্ছে৷ অন্যদিকে বিজেপি তার সমস্ত প্রভাবশালী নেতাদের ত্রিপুরায় পাঠিয়ে ক্ষমতা দখলের পরিকল্পনা নিয়েছে৷
দুই প্রতিপক্ষীয় রাজনৈতিক দল সিপিআইএম এবং বিজেপির সর্বভারতীয় স্তরের নেতারা এখন রণকৌশল তৈরিতে ব্যস্ত রয়েছেন৷ ভুবনেশ্বরে শেষ হল বিজেপির সর্বভারতীয় কার্যকারী কমিটির বৈঠক৷ অন্যদিকে সোমবার পলিটব্যুরো বৈঠকের পর মঙ্গলবার থেকে দিল্লীর এ কে গোপালন ভবনে কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হয়েছে৷ সিপিআইএম সূত্রে জানা গেছে, এবারের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে ত্রিপুরা সংক্রান্ত বিষয়৷ এই বৈঠকে ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজেপিকে ঠেকাতে কি ধরণের কৌশল নেবে তা চূড়ান্ত হবে৷
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মানিক সরকারের সভাপতিত্বে সিপিএম পলিটব্যুরের বৈঠকে ত্রিপুরার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ পলিটব্যুরো রাজ্যের বর্তমান পরিস্থিতির নিরিখে সুপ্রিম কোর্টের রায়ে ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরীচ্যুতির ঘটনায় রাজনৈতিক প্রভাব কি পড়েছে সেই বিষয়েও আলোচনা হয়েছে৷ বিজেপিরে উত্থানে এবং ক্রমাগত বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগদানের বিষয়টি সিপিএমের জন্য কতটা চিন্তাজনক তা নিয়ে চুলচেরা আলোচনা হয়েছে৷ এই বিষয়গুলি মঙ্গলবার সিপিএম কেন্দ্রীয় কমিটির বৈঠকে উত্থাপন করা হয়েছে৷ রাজ্যের সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্যরা এই বিষয়ে তাদের মতামত পেশ করেছেন৷ সূত্রের খবর, রেগা নিয়েও বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ কেন্দ্রীয় সরকার রেগায় যে সংকোচন নীতি নিয়েছে তার বিরুদ্ধে গণআন্দোলন সংগঠিত করার পক্ষেই সদস্যরা মত দিয়েছেন৷ সেই অনুযায়ী গোটা রাজ্যে বামপন্থী সমস্ত সংগঠনগুলি রেগা নিয়ে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করবে৷
এদিকে, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেবের ইভিএম নিয়ে বিতর্কিত মন্তব্যের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে৷ নির্বাচনকে বিজেপি প্রহশনে পরিণত করতে পারে সেই বিষয়টি সময় থাকতে রাজ্যবাসীর কাছে পৌঁছানোর দায়িত্ব রাজ্য নেতৃত্বদের নিতে বলেছে কেন্দ্রীয কমিটি৷ পাশাপাশি সিপিএম রাজ্য কমিটিকে ইভিএম ইস্যুতে প্রতিনিয়ত নির্বাচন কমিশনের দৃষ্টিতে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বারোপ করা হয়েছে৷
অন্যদিকে বিজেপির রাষ্ট্রীয় কার্যনির্বাহী বৈঠকে ত্রিপুরার আসন্ন নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট প্রাধান্য পেয়েছে৷ ভুবনেশ্বরে আয়োজিত এই বৈঠকে যোগ দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব এবং রাজ্য প্রভারী সুনীল দেওদর৷ সুনীল দেওধর টেলিফোনের জানিয়েছেন ত্রিপুরায় নির্বাচনী জনসভায় যোগ দিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল সহ অনেক নেতাই আসছেন৷ তাছাড়া বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সমস্ত বিজেপির সাংসদদের ত্রিপুরা সফরে আসার জন্য নির্দেস দিয়েছেন বলে তিনি জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *