BRAKING NEWS

পৃথক রাজ্যের দাবী থেকে সরে আসছে দ্বিখন্ডিত আইপিএফটির নতুন গোষ্ঠী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ বিভাজিত আইপিএফটি’র মালিকানা নিয়ে এখন নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে দুই গোষ্ঠি৷ এদিকে, নবগঠিত গোষ্ঠি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির নিরিখে আগামীদিনে পৃথক রাজ্যের দাবি ছাড়তে পারে, সেই সম্ভাবনাও দেখা দিয়েছে৷ কারণ, এই দাবি নিয়ে নির্বাচনে সাফল্য কতটা মিলবে সেবিষয়ে নবগঠিত গোষ্ঠি দ্বিধাবিভক্ত৷
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে আইপিএফটি’র নবগঠিত কমিটি দাবি করেছে আইনত দলের উপর তাদের অধিকার রয়েছে৷ কারণ, সংখ্যাগরিষ্ঠ সদস্য সমর্থন যাদের করবেন তাদের কাছেই দলের রাশ বর্তায়৷ দলের নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত রাজেশ্বর দেববর্মা জানিয়েছেন, খুব শীঘ্রই দলের অধিকার এবং প্রতিক চিহ্ণের দাবি জানিয়ে তাঁরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন৷ অবশ্য দলীয় গঠনতন্ত্র অনুযায়ী দল থেকে বহিসৃকত এন সি দেববর্মাও আইএনপিটি’র উপর তার অধিকার রয়েছে সেই দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারেন৷ কিন্তু, দলের সংখ্যাগরিষ্ঠ সদস্য যাদের প্রতি সমর্থন জানাবেন এবং কাগজে পত্রে যারা আইপিএফটি’র মূল দাবিদার তাঁদের হাতেই দলের রাশ থাকবে৷ খুব শীঘ্রই এবিষয়ে ফয়সালা হবে বলে রাজেশ্ব রবাবু জানিয়েছেন৷
এদিকে, দল যেখানে বিভাজিত সেখানে নীতির প্রশ্ণে আইপিএফটি’র নবগঠিত গোষ্ঠি দ্বিধাবিভক্ত বলেই মনে হয়েছে৷ এদিন, রাজেশ্বরবাবু জোর গলায় দাবি করেন তিপ্রাল্যান্ডের দাবি মানলে যেকোন জাতীয় কিংবা আঞ্চলিক দলের সাথে মহাজোটে তাদের আপত্তি নেই৷ কিন্তু, এই দাবি না মানলে, আগামী বিধানসভা নির্বাচনে আইপিএফটি একাই লড়াই করবে৷ কিন্তু, দলে বিভাজনের ফলে নির্বাচনে শক্তিশালি লড়াই কতটা সম্ভব সেই প্রশ্ণে তাঁর জবাব, আগামীদিনে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির নিরিখে আইপিএফটি’র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তক্রমে প্রয়োজনে পৃথক রাজ্যের দাবি ছাড়তেও পারে দল৷ ফলে, আগামীদিনে রাজ্যে দলের অস্তিত্ব রক্ষার প্রশ্ণে আইপিএফটি পৃথক রাজ্যের দাবি ছাড়ছে তা একপ্রকার স্পষ্ট হয়ে গেছে৷
এদিন রাজেশ্বরবাবু জানিয়েছেন, আইপিএফটি’র ৭৫ জনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে৷ নবগঠিত কমিটির অনুমোদনে দলের সভাপতি পদে রাণাকিশোর রিয়াংকে এবং সাধারণ সম্পাদক পদে রাজেশ্বর দেববর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ সহ-সভাপতি হয়েছেন বিনয় দেববর্মা, সুকুমার দেববর্মা এবং নিবেদন রিয়াং৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *