BRAKING NEWS

ফোর্বস-র সুপার অ্যাচিভার্সের তালিকায় ভারতীয় জিমন্যাস্টদীপা কর্মকার

নিউইয়র্ক, ১৭ এপ্রিল (হি.স.) : রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন ভারতীয় জিমন্যাস্টদীপা কর্মকার| এবার তাঁর মুকুটে জুড়ে গেল আরও এক পালক| ৩০ বছরের কম বয়সী হয়েও জীবনে সুপার অ্যাচিভার্স হিসেবে স্থান পেল আন্তর্জাতিক ফোবস-র তালিকায়| সম্প্রতি এশিয়া থেকে প্রায় তিনশো জনের একটি তালিকা প্রকাশ করেছে ফোর্বস| তার মধ্যে ভারত থেকে সবক্ষেত্র মিলিয়ে ইয়ং সুপার অ্যাচিভার্স রয়েছেন ৫৩ জন| সেই তালিকায় আছেন দীপাও| তবে ৩০ বছরের কম বয়সী সবচেয়ে বেশি সুপার অ্যাচিভার্স রয়েছে চিনের| ভারত রয়েছে দ্বিতীয় স্থানে|
দীপা কর্মকার এক নতুন শুধু নাম নন, ভারতীয় জিমন্যাস্টিক্সের বদলে দেওয়া এক অধ্যায়| দিন কয়েক আগেই রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার নিয়েছেন| এবার তাঁর মুকুটে জুড়ে গেল এই পালক| ফোর্বস-র তরফে দীপা সম্পর্কে জানানো হয়েছে, হতে পারে দীপা পদক জিততে পারেননি| কিন্তু জীবনের প্রথম অলিম্পিকে চতুর্থ হয়েই ছাপ রেখেছেন| মাত্র ০.১৫ পয়েন্টের জন্য সে ব্রোঞ্জ পদক হাতছাড়া করেছেন| ফাইনালে প্রোদুনোভা ভল্ট করেছেন| যে মারাত্মক ভল্ট বিশ্বের মাত্র পাঁচজন জিমন্যাস্ট দিতে পারেন| তাই এই তালিকায় যোগ্য হিসেবেই রয়েছেন| নিঃসন্দেহে দীপার জীবনে এও এক বড় স্বীকৃতি|
দীপার সঙ্গেই এই তালিকায় আছেন সাক্ষী মালিক| এই কুস্তিগীর সম্পর্কে ফোর্বস লিখেছে, রোহতকের মতো ছোট শহর থেকে উঠে এসে, দিনের পর দিন স্থানীয় মানুষের বাধা উপেক্ষা করে কুস্তি চালিয়ে যাওয়া এবং অলিম্পিকে পদক জয়, বিরাট ব্যাপার| আছেন শরথ গায়কওয়াড়, প্যারালিম্পিকের সাঁতারু| বলিউডের অভিনেত্রী আলিয়া ভাটও আছেন এই বিশেষ তালিকায়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *