BRAKING NEWS

রহস্যের আগুনে পুড়ল পঞ্চায়েত অফিস, মজুরী নিয়ে শ্রমিক অসন্তোষ জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ নগদ নোটের আকালের কারণে বেশ কয়েকদিন ধরে রাজ্যে রেগা শ্রমিকদের মজুরী প্রদানে সমস্যা দেখা দিয়েছে৷ কিন্তু, বুধবার ভোরে আর কে নগর গ্রাম পঞ্চায়েত ও দুর্গাচৌধুরী পাড়া পঞ্চায়েত অফিসে অগ্ণিকান্ডের ঘটনায় রহস্য দানা বাধছে৷ জানা গিয়েছে, বুধবার রেগা শ্রমিকদের মজুরী প্রদান করা হবে বলে দুটি পঞ্চায়েত অফিস থেকেই জানানো হয়েছিল৷ কিন্তু, এদিন ভোরে প্রাতঃভ্রমণে বেড়িয়ে স্থানীয় জনগণ দেখতে পান একই ঘরের দুটি পঞ্চায়েত অফিস থেকে ধোঁয়া বেরুচ্ছে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বোধজংনগরস্থিত ফায়ার সার্ভিস স্টেশনে৷ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও ফায়ার ইঞ্জিনে জল না থাকায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন৷ এর পর ছুটে গিয়ে জল ভরে নিয়ে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন৷ ততক্ষণে অফিসের ভেতরে রাখা সমস্ত নথিপত্র ও কম্পিউটার পুড়ে ছাঁই হয়ে যায়৷ জানা গিয়েছে, রেগা শ্রমিকদের সমস্ত নথিপত্র অগ্ণিকান্ডে পুড়ে ছাঁই হয়ে গিয়েছে৷ এই ঘটনায় রহস্য দানা বেধেছে রেগা শ্রমিকদের মধ্যে৷ তাঁদের বক্তব্য, এই অগ্ণিকান্ডের পিছনে দুর্নীতি ধামাচাপা দেওয়ার বদ্ উদ্দেশ্য রয়েছে৷ এদিকে, মান্দাই পঞ্চায়েতে বুধবার রেগা শ্রমিকদের মজুরী প্রদান করার কথা ছিল৷ কিন্তু, টাকা নেই বলে এদিন মজুরী দেওয়া হবে না তা রেগা শ্রমিকদের জানাতেই তাঁরা ক্ষোভে ফেটে পড়েন৷ রেগা শ্রমিকরা একজোট হয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন৷ ফলে, পঞ্চায়েত অফিসের কর্মীরা তালাবন্দী হয়ে যান৷ ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান মান্দাই থানার পুলিশ৷ অবশেষে আগামীকাল মজুরী প্রদান করা বলে আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা বিকাল তিনটা নাগাদ পঞ্চায়েত অফিসের তালা খুলে দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *